ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পড়া মনে রাখার দোয়া রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের এক শহরে এক রাতে নিহত ২৫ সুরা কুরাইশে যে শিক্ষা দেওয়া হয়েছে ৪৭৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস ডিম খাওয়ার কম জানা কিছু উপকার জেনে নিন চোখে ঝাপসা দেখা মানেই পাওয়ার বেড়ে যাওয়া নয়, রেটিনার সমস্যাও হতে পারে! অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনও দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা রাসিকের নবাগত প্রশাসকের সাথে কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরীতে গাঁজাসহ নারী গ্রেফতার দুই রাবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ গুলির নির্দেশ দিইনি, এটা এদেশের আইন: ডিএমপি কমিশনার রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল এখন থেকে দিনের ভোট আর রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল মুশফিকের আগে শততম টেস্টে যারা সেঞ্চুরি করেছেন নগরীতে পুলিশের অভিযানে আটক ১৪ ভাইকে তালাবদ্ধ রে‌খে বোনকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ঈশ্বরদীতে কারখানার বর্জ্য নিষ্কাশিত পানিতে অবরুদ্ধ ৪৫ পরিবার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার লংমার্চে বাধা দেওয়ায় সাঁতরে পদ্মা পার হতে গিয়ে আহত ২ বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার রবিন ডাকাতের

সহজ কৌশল শিখে নিলেই ঘুরিয়ে দেওয়া যাবে বয়সের কাঁটা

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৪:১১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৪:১১:৪৯ অপরাহ্ন
সহজ কৌশল শিখে নিলেই ঘুরিয়ে দেওয়া যাবে বয়সের কাঁটা ফাইল ফটো
বয়স একটা সংখ্যা মাত্র। শরীর সঙ্গ দিলে আর মনের জোর থাকলে, বয়সকালেও পাহাড় চড়া যায়, নিজের শর্তে জীবন কাটানো যায়, এমনকি নায়িকাদের মতো তারুণ্যও ধরে রাখা যায়। তবে সে জন্য বয়স থাকতে থাকতে শরীর-মনের যত্ন প্রয়োজন। আর দরকার ত্বকের পরিচর্যা।

কৌশল সহজ। শুধু মিনিট ১০-১৫ সময় বার করে ধাপে ধাপে যত্নটুকু নিতে হবে। আলস্য করে এড়িয়ে গেলে চলবে না।

পরিচ্ছন্নতা: শুরুটা হোক মুখ পরিষ্কার দিয়ে। শুধু সৌন্দর্য বজায় রাখা নয়, সুস্থ থাকার জন্য পরিচ্ছন্নতা জরুরি। দিনভর ধুলো-ময়লা এসে লাগে মুখে। রোদের তাপে, দূষণ সমস্যা বাড়িয়ে দেয়। তাই শুধু জলের ঝাপটা নয়, বরং ত্বকের উপযোগী কোনও মৃদু ফেসওয়াশ বেছে নিন। এই ধাপ হল ক্লিনজি।

টোনার: পরের ধাপ হল টোনিং। ত্বক টানটান করতে টোনার জরুরি। ফেসওয়াশ দিয়ে মুখ ধুলেও ধুলো-ময়লা বা ব্যবহৃত প্রসাধনীর অংশবিশেষ মুখেই রয়ে যায়। টোনার সেই ময়লা দূর করে। ত্বকে অম্ল-ক্ষারের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। ব্রণ হলে যে টোনার ব্যবহার করা যায়, শুষ্ক ত্বকে কিন্তু সেই উপাদান জরুরি নয়। তাই ত্বক এবং প্রয়োজন বুঝে সঠিক উপকরণ বাছাই করা দরকার।

সিরাম: রেটিনল, ভিটামিন সি, গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড— এমন হরেক উপাদানের সিরাম রয়েছে বাজারে। ধুলো, দূষণে ত্বকের যে ক্ষতি হয়, সেগুলি পূরণ করতে সাহায্য করে সিরাম। তবে যে কোনও ত্বকেই ইচ্ছামতো সিরাম বেছে নিলে হয়। এক একটির কাজ এক এক রকম। ৩৫-৩৬ এর পর থেকেই সাধারণত ত্বকে কোলাজেন কমতে থাকে। বলিরেখা দেখা দেয়। এমন ত্বকের জন্য রেটিনল, ভিটামিন সি যুক্ত সিরাম ভাল। আবার ব্রণের জন্য ভাল স্যালিসাইলিক অ্যাসিড।

ময়েশ্চারাইজার: সিরাম মাখার পর কিছু ক্ষণ অপেক্ষা করতে হবে। তার পর ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার মাখা জরুরি। রাতের রূপচর্চায় যোগ করতে হবে ‘নাইট ক্রিম’। সাধারণত, নাইট ক্রিম এমন ফর্মুলায় তৈরি হয় যা রাতভর ত্বকের সমস্যার মোকাবিলা করে ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।

আই ক্রিম: চোখের চারপাশের চামড়া নরম এবং স্পর্শকাতর। বয়সের ছাপ এই অংশেই সবচেয়ে আগে দেখা যায়। চোখের চারপাশ কালো হয়ে যায় কারও কারও। কারও আবার বলিরেখা পড়ে। আইক্রিম এমন অংশের যত্ন নেয়।

একই সঙ্গে জরুরি সানস্ক্রিন। বিশেষত দিনের বেলা বেরোতে হলে সানস্ক্রিন মাখা অত্যন্ত জরুরি। ক্রিম বা পাউডার না মাখলেও হবে, ত্বকের রোগের চিকিৎসকেরা বলছেন, বাইরে বেরোন বা না বেরোন, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে হলে সানস্ক্রিন মাখতেই হবে।

এতগুলি ধাপের কোনওটিই সময়সাপেক্ষ নয়। বরং দিনের শেষে নিজের জন্য মিনিট ১৫-২০ সময় দিলেই দীর্ঘ দিন পর্যন্ত ত্বকের তারুণ্য বজায় থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাসিকের নবাগত প্রশাসকের সাথে কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাসিকের নবাগত প্রশাসকের সাথে কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত