ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে কারখানার বর্জ্য নিষ্কাশিত পানিতে অবরুদ্ধ ৪৫ পরিবার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার লংমার্চে বাধা দেওয়ায় সাঁতরে পদ্মা পার হতে গিয়ে আহত ২ বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার রবিন ডাকাতের আসছে মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর মা হবেন রাভিনা ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব বিএনপির উৎসব না করার নির্দেশ তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বাম দলগুলো ৩০০ আসনে ভোটের প্রস্তুতি নিয়ে জোট করছে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ এ শতাব্দীতেই বিলুপ্ত হতে পারে শীত, ১৮% এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল? পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির তৃণমূলে হৃদয়ে রক্তক্ষরণ রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা জাল সনদে চাকরি ও প্রতারণার দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড

বিরাটের সঙ্গে কাটানো কোন পুরনো কথা মনে করলেন তামান্না?

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৫:৩১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৫:৩১:৫৪ অপরাহ্ন
বিরাটের সঙ্গে কাটানো কোন পুরনো কথা মনে করলেন তামান্না? ছবি: সংগৃহীত
অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কোন মোড়ে দাঁড়িয়েছিল সেই সময়? কী হয়েছিল তারপর? অনুরাগীদের মনে জেগে ওঠা হাজারো এমন কৌতূহল মেটালেন ‘আজ কি রাত’ গার্ল।

ভারতীয় ক্রিকেট টিমের ‘চিকু’ ওরফে কিং কোহলির সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল শেষমেশ? তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্ত কি পারস্পরিক বোঝাপড়া ছিল? এমন নানা প্রশ্ন আনাগোনা রয়েছে বলিউডের আনাচেকানাচে। অনুরাগীদেরও প্রশ্ন খানিক তাই-ই। তা নিয়ে প্রকাশ্যে জবাব দিলেন তামান্না।

সেই সব কৌতূহলের অবসান ঘটিয়ে তামান্না এক সাক্ষাৎকারে জানান, বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা নিতান্তই ভিত্তিহীন। তাঁর কথায়, “আমার খুব খারাপ লেগেছিল, কারণ বিরাটকে আমি মাত্র একদিনের জন্য দেখেছি, তাও একটি বিজ্ঞাপনের শুটে। তারপর আর কোনও দিন কথা বা দেখা, কিছুই হয়নি।"

আবার, ২০২০ সালে একটি গয়নার শোরুমের অনুষ্ঠানে তামান্না ও আব্দুল রাজ্জাক একসঙ্গে উপস্থিত ছিলেন। সেই একটি ছবিই ইন্টারনেটে ভাইরাল হয়ে নানা গুজব ছড়ায়। এই প্রসঙ্গে তামান্না বলেন, “মজার ছলে আব্দুল রাজ্জাক নাম নিয়েছিলাম একবার। কিন্তু ইন্টারনেট সত্যিই এক মজার জায়গা। সেখান থেকেই বলা হয়েছে আমি নাকি ওঁকে বিয়েই করে ফেলেছি। আমি তো অবাক। তাঁর তো ২-৩টি সন্তানও আছে। আমার কথা হল, আমি জানি না ওঁর জীবনে কী চলছে, কিন্তু আমার কাছে এই অভিজ্ঞতা খুবই বিব্রতকর।”

তিনি এও জানান, সংবাদমাধ্যমে যখন কোনও মানুষকে এমন কারও সঙ্গে জুড়ে দেওয়া হয় যার সঙ্গে বাস্তবে কোনও যোগাযোগই নেই, তখন সেটা খুবই অস্বস্তিকর।

তামান্না সাম্প্রতিক সময়েও খবরের শিরোনামে ছিলেন অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে। তবে এবার এই সাক্ষাৎকারে একাধিক পুরনো গুজবের জবাব দিয়ে নতুন আলোচনার কেন্দ্রে এসেছেন তিনি।

তিনি সম্প্রতি অভিনয় করেছেন সুপারন্যাচারাল থ্রিলার ‘ওডেলা ২’-তে। এই সিনেমায় তিনি একজন সাধ্বীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি ওডেলা গ্রামের ওপর আধিপত্য বিস্তারকারী এক অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন। এই গল্পের পটভূমি মূলত পাঁচটি অরিজিনাল প্লটের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তামান্না ছাড়াও এই সিনেমায় রয়েছেন হেবা প্যাটেল, যিনি প্রথম পর্বে মূল নারী চরিত্রে অভিনয় করেছিলেন।

‘স্ত্রী ২’ সিনেমায় ভাইরাল গান ‘আজ কি রাত’ তাঁকে জনপ্রিয়তার আলাদা এক শীর্ষে পৌঁছে দেয়।

২০২৬ সালের ১৫ মে মুক্তি পাবে তাঁর আসন্ন ফিল্ম ‘VVAN: Force of the Forest’, যেখানে তাঁর সঙ্গে থাকবেন সিদ্ধার্থ মালহোত্রাও। এই ছবির পরিচালনায় রয়েছেন দীপক মিশ্র ও অরুণাভ কুমার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭