ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

১২ কেজির বিশাল স্তন! অস্ত্রোপচারে মুক্তি পেলো তরুণী

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ১০:০৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১০:০৯:১৫ অপরাহ্ন
১২ কেজির বিশাল স্তন! অস্ত্রোপচারে মুক্তি পেলো তরুণী ১২ কেজির বিশাল স্তন! অস্ত্রোপচারে মুক্তি পেলো তরুণী
মাত্র ২২ বছর বয়সে স্তনের অস্বাভাবিক বৃদ্ধি ব্রাজিলের তরুণী থায়নারা মারকন্দেস। তাঁর জীবনকে করে তুলেছিল দুর্বিষহ। অবশেষে একটি দীর্ঘ, জটিল অস্ত্রোপচারের মাধ্যমে মুক্তি পেয়েছেন তিনি।

থায়নারা একজন শিক্ষার্থী। এক সময় তিনি মিডিয়াম সাইজের জামা পরতেন স্বচ্ছন্দ্যে। কিন্তু হঠাৎ করেই তাঁর স্তনের আকৃতি বেড়ে চলতে থাকে অবিশ্বাস্য হারে। প্রতি মাসে গড়ে ৭৫০ গ্রাম হারে বাড়তে থাকে স্তনের ওজন। এক সময় ওজন গিয়ে দাঁড়ায় প্রায় ১২ কেজিতে।

কয়েক মাসের মধ্যেই তিনি বুঝতে পারেন, সাধারণ দোকানে পাওয়া কোনও জামা তাঁর শরীরে মানাচ্ছে না। প্লাস সাইজ পোশাকেও কুলাচ্ছে না, বাধ্য হয়ে তৈরি করাতে হচ্ছে বিশেষ জামা।

এই অস্বাভাবিক স্তন বৃদ্ধির প্রভাব পড়ে তাঁর দৈনন্দিন জীবনেও। কোমর, ঘাড় আর পিঠে অসহনীয় ব্যথা শুরু হয়। সামাজিক মাধ্যমেও তিনি জানান, “জুতো পরা, পায়ের নখ কাটার মতো ছোট ছোট কাজও অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। জিমে যাওয়া বন্ধ করতে হয়।” শেষ পর্যন্ত তাঁকে হুইলচেয়ারে চলাফেরা করতে হয়েছে।

এর পরেই চিকিৎসকদের দ্বারস্থ হন তিনি। প্রথমে চিকিৎসকরা স্তন ক্যান্সারের আশঙ্কা করলেও পরে তাঁর দেহে ধরা পড়ে এক বিরল রোগ। নাম জাইগান্টোমাস্টিয়া। ক্লিভল্যান্ড ক্লিনিক জানাচ্ছে, এই রোগে অনিয়ন্ত্রিতভাবে স্তনের বৃদ্ধি হয়। রোগটি এতটাই বিরল যে বিশ্বজুড়ে মাত্র ৩০০টি কেস নথিভুক্ত হয়েছে।

চিকিৎসকরা জানান, এই অবস্থার নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে। যেমন হরমোনের অসামঞ্জস্য, গর্ভাবস্থা, স্থূলতা, কিছু নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। কিন্তু এক্ষেত্রে অটোইমিউন রোগ ছিল এই সমস্যার কারণ। কারও কারও ক্ষেত্রে এই বৃদ্ধি ধীরে ধীরে হলেও, থায়নারার ক্ষেত্রে মাত্র কয়েক সপ্তাহেই রীতিমতো বিস্ফোরণ ঘটে।

শারীরিক যন্ত্রণা ছাড়াও মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা ও শরীর নিয়ে হীনম্মন্যতা দেখা দিতে পারে রোগীদের মধ্যে। পাশাপাশি স্তনের নিচে ঘা, ইনফেকশন, স্তনবৃন্তে অসাড়তা প্রভৃতি সমস্যাও দেখা দেয়।

শেষমেশ গত বছরের ২৫ অক্টোবর থায়নারার অস্ত্রোপচার হয়। ১০ ঘণ্টার এই জটিল অস্ত্রোপচারে খরচ হয় ৭,২০০ মার্কিন ডলার। বাদ দেওয়া হয় প্রায় ১০ কেজি টিস্যু। একদিন পরেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

তবে এই রোগমুক্তির জন্য তাঁকে শারীরিক ভাবেও মূল্য চোকাতে হয়েছে। অস্ত্রোপচারের ফলে তিনি স্তনবৃন্তের অনুভুতি হারিয়েছেন এবং ভবিষ্যতে তিনি সন্তানকে স্তন্যপান করাতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পাশাপাশি চিকিৎসকরা সতর্ক করেছেন, ভবিষ্যতে আবারও ফিরে আসতে পারে সমস্যা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ