ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

নোস্ট্রি বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রমমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ: এম সাখাওয়াত হোসেন

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৬:৪৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৬:৪৮:১৬ অপরাহ্ন
নোস্ট্রি বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রমমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ: এম সাখাওয়াত হোসেন নোস্ট্রি বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রমমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ: এম সাখাওয়াত হোসেন
জাতীয় পেশাগত স্বাস্থ্যা ও নিরাপত্তা প্রশিক্ষণ ইনস্টিটিউট (নোস্ট্রি)-কে বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রমমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (২ আগস্ট) রাজশাহীর জাতীয় পেশাগত স্বাস্থ্যা ও সেফটি বিষয়ক নিরাপত্তা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে “পেশাগত স্বাস্থ্যা ও সেফটি বিষয়ক সম্মেলন- ২০২৫”-এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ইতোমধ্যে শ্রম সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছেন। আমরা বিভিন্ন সুপারিশ যাচাই বাছাই করছি। বর্তমানে বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার, নীতি ও প্রশিক্ষণে সহায়তা করবে। এছাড়া, নোস্ট্রি-এর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন সমঝোতা স্মারকের পরিকল্পনা চলছে, যা পেশাগত প্রশিক্ষণ ও গবেষণাকে ত্বরান্বিত করবে। তিনি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় সম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দেন।

শ্রম উপদেষ্টা আরও বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে চা বাগানগুলিতে স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে মালিকদের তাগিদ দেওয়া হয়েছে।

শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, শ্রম আইন ২০০৬ সংশোধনে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অন্তর্ভুক্ত করা হচ্ছে। কমিশনের সুপারিশ থেকে গবেষণার বিষয়সমূহ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থাান মন্ত্রণালয় কাজ করছে। শ্রমিকদের সকল অধিকার আন্তর্জাতিক মানের করে বাস্তবায়ন করা হবে। একটি শক্তিশালী পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যোর সংস্কৃতি তৈরি করার জন্য সরকার, নিয়োগকর্তা, শ্রমিক, সুশীল সমাজ এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সম্মিলিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সম্মেলন শেষে জাতীয় পেশাগত স্বাস্থ্যা ও সেফটি বিষয়ক নিরাপত্তা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সভাকক্ষে উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৫০ জন শ্রমিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে দ্রæত নির্বাচন সম্পন্ন করা তাগিদ দিয়ে শ্রমিকদের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু ও জনস্বাস্থ্যা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব:) অধ্যাপক ডা. রেহানা খানম, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
সম্মেলনে সভাপতিত্ব করেন কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন।

এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজশাহী জেলা প্রশাসক, আইএলও কারিগরি বিশেষজ্ঞ, জিআইজেড প্রতিনিধি, শ্রম সংস্কার কমিশনের প্রধান, শ্রমিক ও মালিক প্রতিনিধি, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ