ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

ইউসুফ (আ.)-এর জীবনের আলোকে আল্লাহর নেয়ামতের পূর্ণতা

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৩৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৩৮:৫৩ অপরাহ্ন
ইউসুফ (আ.)-এর জীবনের আলোকে আল্লাহর নেয়ামতের পূর্ণতা ছবি: সংগৃহীত
মানব জীবনে প্রকৃত সফলতা তখনই আসে, যখন মানুষ আল্লাহর মনোনীত পথে চলতে পারে। হযরত ইউসুফ (আ.) ছিলেন একজন নবী, যার জীবন ছিল পরীক্ষার মধ্যেও আল্লাহর বিশেষ অনুগ্রহে পূর্ণ।

নিচের আয়াতে আল্লাহ তাআলা জানাচ্ছেন, কীভাবে তিনি ইউসুফ (আ.)-কে মনোনীত করে নবুওয়াত, জ্ঞান, স্বপ্নের ব্যাখ্যার মত মহৎ গুণে ভূষিত করবেন, এবং পূর্ববর্তী পিতৃপুরুষ ইবরাহীম ও ইসহাক (আ.)-এর মতই অনুগ্রহের পূর্ণতা দান করবেন।
 
আল্লাহ বলেন, وَکَذٰلِکَ یَجۡتَبِیۡکَ رَبُّکَ وَیُعَلِّمُکَ مِنۡ تَاۡوِیۡلِ الۡاَحَادِیۡثِ وَیُتِمُّ نِعۡمَتَہٗ عَلَیۡکَ وَعَلٰۤی اٰلِ یَعۡقُوۡبَ کَمَاۤ اَتَمَّہَا عَلٰۤی اَبَوَیۡکَ مِنۡ قَبۡلُ اِبۡرٰہِیۡمَ وَاِسۡحٰقَ ؕ  اِنَّ رَبَّکَ عَلِیۡمٌ حَکِیۡمٌ
 
অর্থ: আর এভাবেই তোমার প্রতিপালক তোমাকে (নবুওয়াতের জন্য) মনোনীত করবেন, তোমাকে সকল কথার সঠিক মর্মোদ্ধার শিক্ষা দেবেন (স্বপ্নের তাবীর জানাও তার অন্তর্ভুক্ত) এবং তোমার প্রতি ও ইয়াকুবের সন্তানদের প্রতি নিজ অনুগ্রহ পূর্ণ করবেন, যেভাবে ইতঃপূর্বে তিনি পূর্ণ করেছিলেন তোমার পিতৃদ্বয়- ইবরাহীম ও ইসহাকের প্রতি। নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। ( সুরা ইউসুফ: ৬)

অর্থাৎ, আল্লাহ তাআলা যেমন এ স্বপ্নের মাধ্যমে তোমাকে সুসংবাদ দিয়েছেন যে, সকলে তোমার অনুগত হয়ে যাবে, তেমনি তিনি নবুওয়াত দানের মাধ্যমে তোমাকে আরও বহু নি‘আমতে পরিপ্লুত করে তুলবেন।

এই আয়াত আমাদের শেখায়—আল্লাহ যাকে মনোনীত করেন, তাকেই তিনি জ্ঞান ও নেয়ামতের মাধ্যমে পরিপূর্ণ করেন। আর সেই মনোনয়ন শুধু বংশের কারণে নয়, বরং সেই বান্দার অন্তরের খালিছ নিয়্যাত, ধৈর্য, তাকওয়া ও আল্লাহর প্রতি নির্ভরতার ফল।
 
রসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে অগ্রসর হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। (সহিহ মুসলিম: ২৬৯৯) 

আরও এসেছে, তোমরা হিকমত (জ্ঞানের গভীরতা) শিক্ষাও করো, কেননা যে ব্যক্তিকে হিকমত দান করা হয়, সে অবশ্যই বিরাট কল্যাণ লাভ করে। (সুরা বাকারা: ২৬৯)
 
এই হাদিস ও আয়াত ইউসুফ (আ.)-এর জীবনেও প্রতিফলিত হয়। তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন, মানুষের বোঝার অতীত জটিল বিষয়কে সহজে বিশ্লেষণ করতেন—যা আল্লাহর এক বিশেষ অনুগ্রহ।
 
হজরত ইউসুফ (আ.)-এর জীবনের এই অধ্যায় আমাদেরকে শেখায়, আল্লাহ যাকে চান, তাকেই মনোনীত করেন এবং নিজ নেক বান্দাদের প্রতি অনুগ্রহের ধারা কখনো থেমে থাকে না। আমাদের দায়িত্ব হলো আল্লাহর পথে ধৈর্য ও ন্যায়ের সাথে অটল থাকা। জ্ঞান, তাকওয়া ও আল্লাহর উপর নির্ভরতা আমাদের জন্যও সেই নেয়ামতের দরজা খুলে দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ