ঢাকা , বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ , ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বহুল আলোচিত মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২ চট্টগ্রামে ফুল মিয়া হত্যা: প্রধান আসামি মোবারক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অভাবের তাড়নায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা আব্দুলপুর-রাজশাহী রেলপথ/রেললাইনে ফেলা পাথরের মধ্যে ইটের খোয়া কুষ্টিয়ায় ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত তানোরে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু থানায় অভিযোগ রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ রাজশাহীতে হিমাগারে আটকে রেখে তরুণীকে নির্যাতনের অভিযোগে আ’লীগ নেতার ছেলে অবরুদ্ধ টাইফয়েডের টিকা নিতে চাইলে টিকার মান নিশ্চিত হবে না, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত বাড়ির দু’টি গাছের পাতা দিয়ে তৈরি করে নিন উপকারী হেয়ার মাস্ক পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে স্বৈরাচার-গণহত্যাকারী, থাকছে রাতের ভোটের কথাও যশোরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু আরও কমলো এলপি গ্যাসের দাম বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি আনডোরা চোট পেয়েছেন এমবাপ্পে, দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদের কোচ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা রক্তে প্লেটলেটের মাত্রা বাড়াতে পাতে থাকুক এই ৩টি ফল গুরুদাসপুরে প্রবীণ দিবস পালনে র‌্যালী আলোচনা সভা

শিশুদের মোবাইল আসক্তি কমাতে সাহায্য করবে ৫ মজাদার পদক্ষেপ

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০২:৩৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০২:৩৭:১১ অপরাহ্ন
শিশুদের মোবাইল আসক্তি কমাতে সাহায্য করবে ৫ মজাদার পদক্ষেপ ফাইল ফটো
শিশুদের মোবাইল বা ট্যাবলেটে দৈনন্দিন ‘স্ক্রিন টাইম’-এর বৃদ্ধি বাবা-মায়েদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। অনেকেই বিষয়টি নিয়ে চিন্তিত। কারণ, দীর্ঘ সময় মোবাইল দেখার ফলে অল্প বয়সেই ছোটদের নানা ধরনের অসুখ দেখা দিচ্ছে। অথচ, এ রকম ক্ষেত্রে সন্তানকে বকাবকি করে বা কোনও শাস্তি দিয়ে বিশেষ একটা লাভ হয় না। হিতে বিপরীতের আশঙ্কায় বাবা-মায়েদের মধ্যে অনেককেই শেষে সন্তানের কাছে নতি স্বীকার করতে বাধ্য হতে হয়। তবে শিশুদের স্ক্রিন টাইম কমানোর জন্য অভিভাবকেরা কয়েকটি বিকল্প পথ বেছে নিতে পারেন।

১) স্কুলের বিজ্ঞানের পাঠ্যবইয়ে নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা থাকে, যা চাইলে বাড়িতেও করা সম্ভব। বাবা-মায়েরা সন্তানের জন্য হাতেকলমে এই ধরনের প্রজেক্ট তৈরি করতে পারেন। তার ফলে এক দিকে যেমন সে মোবাইল থেকে দূরে থাকবে, তেমনই পড়াশোনার প্রতিও আগ্রহ তৈরি হবে।

২) গোয়েন্দা গল্প বা ছবি শুধুই বড়়দের জন্য নয়। শিশুমনের মধ্যেও এক জন গোয়েন্দা বা অভিযাত্রী লুকিয়ে থাকে। বাড়িতে ছুটির দিনে তাদের জন্য বিভিন্ন ধাঁধা বা ‘ট্রেজ়ার হান্ট’-এর মতো খেলার আয়োজন করা যেতে পারে। প্রয়োজনে সন্তানের বন্ধুদেরও এই খেলায় অংশ নেওয়ার জন্য বাড়িতে আমন্ত্রণ জানানো যায়। তার ফলে শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটবে।

৩) বাড়িতে রান্নাঘরে বা বাগানের পরিচর্চায় ছোটদের অংশ নিতে বলা যেতে পারে। মোবাইল দূরে রেখে, বাড়ির এই ধরনের কাজে বড়দের সঙ্গে সে থাকলে তার মধ্যে সহজেই দায়িত্ববোধ তৈরি হবে। তবে রান্নাঘর বা বাগানের ক্ষেত্রে, ছোটরা যেন ধারালো কোনও জিনিস হাতে না নেয়, অভিভাবকদের তা খেয়াল রাখতে হবে।

৪) অল্প বয়স থেকে সন্তানকে বই পড়ানোর অভ্যাস তৈরি করা যেতে পারে। বইয়ের প্রতি আগ্রহ অনেকাংশে ছোটদের মোবাইল থেকে দূরে রাখতে পারে। একই সঙ্গে তাদের স্থানীয় গ্রন্থাগারের সদস্য করে দেওয়া যেতে পারে। তার ফলে বই পড়ার অভ্যাস টিকে থাকবে।

৫) মাঠে খেলাধুলোর পাশাপাশি বাড়িতে ছোটদের দাবা, পাজ়ল এবং অন্যান্য বোর্ড গেমের অভ্যাস করানো যেতে পারে। প্রয়োজনে বাবা-মায়েরা তাদের সঙ্গে খেলায় অংশ নিতে পারেন। মোবাইলের পর্দায় ভিডিয়ো গেমের তুলনায় এগুলি শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে বেশি সহায়ক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ