ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নাকি বিয়ে নিয়ে খুব প্রেশার দিই ওকে নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে রাজশাহীতে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে চার মৃত্যু, ধার করে চল্লিশা ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা শতায়ুর সংখ্যায় লাখ ছুঁইছুঁই জাপানে, নতুন তথ্য প্রকাশ করল সরকার! বেশি দিন বাঁচার রহস্য কী? শাহরুখ কন্যা সুহানার ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও, রইল নায়িকা রাধিকার পর্ন ভিডিও এখন বাজারে নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজা গ্রেফতার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা: এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার গোদাগাড়ী খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদের অভিযোগ

বিএমডিএর খাল খননে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১১:৩১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১১:৩১:০৪ অপরাহ্ন
বিএমডিএর খাল খননে অনিয়মের অভিযোগ বিএমডিএর খাল খননে অনিয়মের অভিযোগ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খনন কাজে ব্যপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, ঠিকাদার খালের মাটি কম কেটেই কাজ শেষ করেছে।

এ ঘটনায় বিএমডিএর চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। কিন্ত্ত অজ্ঞাত কারণে এখানো অভিযোগের তদন্তই হয়নি।স্থানীয়রা জানান, সরেজমিন তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে।

জানা গেছে, বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প-দ্বিতীয় পর্যায়ের অধীনে  এই কাজটি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বড়িয়া খাস খালে। প্রায় ২৭৯ দশমিক ৬০ মিটার খাল সংস্কারের এই কাজটি দেওয়া হয় আইকন ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে। আইকন ট্রেড ইন্টারন্যাশনালের কাছ থেকে কাজটি কিনে নিয়ে করছেন রাজশাহীর হেতেমখাঁ এলাকার ঠিকাদার মোঃ শাকিব।

এদিকে নথিপত্রে দেখা গেছে, ২০ লাখ ৫৩ হাজার ৫৯৯ টাকার এ কাজের মধ্যে শুধু মাটি খননের জন্যই বরাদ্দ ১৯ লাখ ৭৯ হাজার ৬৬৫ টাকা। খাল থেকে মোট ১৭ হাজার ৯৯৬ কিউম মাটি খনন যন্ত্রের মাধ্যমে তুলে পাড়ে দেওয়ার কথা। প্রতি কিউমের জন্য বরাদ্দ ১১০ টাকা। গত ১০ এপ্রিল ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেন প্রকল্প পরিচালক নাজিরুল ইসলাম।

এরপর কাজ শুরু করেন ঠিকাদার শাকিব। ইতোমধ্যে খননের কাজ শেষ করে খননযন্ত্র তুলে নেওয়া হয়েছে খাল থেকে। এখন অভিযোগ উঠেছে যে, ঠিকাদার ১৭ হাজার ৯৯৬ কিউম মাটির বদলে তুলেছেন ১২ হাজার কিউম। অর্থাৎ, প্রায় সাড়ে ৫ লাখ টাকার কম মাটি কাটা হয়েছে।

এদিকে গত ১৩ মে মঙ্গলবার  খাইরুল ইসলাম নামের এক ব্যক্তি ডাকযোগে বিএমডিএ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগটি পাঠান। এর একটি কপি পাওয়া গেছে। অভিযোগে বলা হয়েছে, নাচোলের বুড়িয়া খাস খাল নামে পরিচিত এই খালটি সেন্দুর মুচি ব্রিজ সংলগ্ন। ঠিকাদার শাকিব আইউব আলী নামের এক ব্যক্তিকে দিয়ে খালটি খনন করিয়েছেন।

অন্যদিকে গত ৮ মে খননের কাজ শেষ করেছেন আইউব। খাড়িতে ১৭ হাজার ৯৯৬ কিউম মাটি খননের কথা থাকলেও বিএমডিএর নাচোল উপজেলা জোন অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে ১২ হাজার কিউম মাটি খনন করা হয়েছে। এখন বিল করার জন্য ঠিকাদার শাকিব সংশ্লিষ্ট কর্মকর্তাকে ম্যানেজ করে ফেলেছেন। তাদের কাছে আইউব আলী প্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন। কারণ আইউব আলী বরাদ্দের চেয়ে কম মাটি খনন করে কর্মকর্তাদের টাকার বান্ডিল দিয়ে মিষ্টি মুখ করতে পঞ্চমুখ বলে জনশ্রুতি রয়েছে।

অভিযোগে আরো বলা হয়, যেসব খাল খনন করতে প্রায় ৫০ টাকা কিউম খরচ হয় সেসব খাল আইউব আলী ৩৫ থেকে ৪০ টাকা কিউমের মধ্যে খনন করে দেন। এতে ঠিকাদারদের কাছেও তিনি প্রিয় ব্যক্তি। আইউব আলী খাল খনন করলে কোন কর্মকর্তা তা ভালোভাবে মাপজোখ করেন না। কারণ, কম মাটি খননের জন্য তাদের কাছে যথারীতি হিস্যা অনুযায়ী টাকার বান্ডিল পৌঁছে যায় এমন কথাও শোনা যাচ্ছে।

অসমর্থিত একটি সুত্র জানায়,কিছুদিন পুর্বে মাটি কম খননের জন্য এক্সচেঞ্জ (নির্বাহী প্রকৌশলী) রফিকুল ইসলাম ও শামসুল ইসলাম প্রতিবাদ করলে ঠিকাদার শাকিব ও আইউব আলী তাদের সঙ্গে অসৌজন্যমূলক  আচরণ করেন।

জানতে চাইলে ঠিকাদার মো. শাকিব এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মাটি কম খনন করা হয়নি। কার্যাদেশে যা ছিল, সে অনুযায়ী কাজ করা হয়েছে। খননের কাজে নিয়োজিত থাকা আইউব আলী জানান, পাঁচ-ছয়দিন আগে তিনি খনন শেষ করে স্কেভেটর তুলে নিয়ে এসেছেন।

এবিষয়ে বিএমডিএর নাচোল জোন কার্যালয়ের সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, আগে ছিল খাল, খননের পর এখন সেটা নদী হয়ে গেছে। আমরা ১০০ ভাগ কাজ বুঝিয়ে দিত পারবো

এবিষয়ে প্রকল্পের পরিচালক বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম মঙ্গলবার দুপুরে বলেন, খাল খননের কাজ প্রায় শেষ। কিছু জায়গায় গাছ আছে, তাই খনন করা যাচ্ছে না। মাটি কম খননের ব্যাপারে সংস্থার চেয়ারম্যানের কাছে দাখিল হওয়া অভিযোগের বিষয়ে তিনি বলেন, আগামীকাল আমাদের লোক যাবে। তারা মাপজোখ করবে। যতটুকু মাটি ঠিকাদার কাটবেন, ততটুকুরই বিল পাবেন। বেশি টাকা দেওয়া হবে না। পরদিন খালে মাপজোখ করা হয়েছে কি না জানতে পরেরদিন দুপুরেও প্রকল্প পরিচালককে ফোন করা হয়। তখন তিনি উত্তেজিত হয়ে বলেন, কম মাটি কেটেছে কি না সেটা আমরা বুঝবো। সাংবাদিকদের জবাব দিতে পারবো না। মোবাইলে কথাও বলবো না। অফিসে আসতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি