কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ-কথা জানান।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, যে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালীই হোক।’
এসময় উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে আগস্ট থেকে ধাপে ধাপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। নির্বাচনের আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে।
সেইসঙ্গে পুলিশ সুপার ও ওসিদের বদলি কার্যক্রমও চলবে বলেও জানান তিনি।
মাদকের বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি তুলে ধরে উপদেষ্টা জানান, মাদক বহনকারীদের ধরা যাচ্ছে, কিন্তু মাদকের গডফাদারদের ধরা যাচ্ছে না। তাদের ধরার জন্য অভিযান অব্যাহত থাকবে।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ-কথা জানান।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, যে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালীই হোক।’
এসময় উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে আগস্ট থেকে ধাপে ধাপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। নির্বাচনের আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে।
সেইসঙ্গে পুলিশ সুপার ও ওসিদের বদলি কার্যক্রমও চলবে বলেও জানান তিনি।
মাদকের বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি তুলে ধরে উপদেষ্টা জানান, মাদক বহনকারীদের ধরা যাচ্ছে, কিন্তু মাদকের গডফাদারদের ধরা যাচ্ছে না। তাদের ধরার জন্য অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন ডেস্ক