সাদা-কালো ছবি। পরনে কালো অন্তর্বাস। তার উপর চাপানো সাদা শার্ট। চোখ বন্ধ করে ক্যামেরার সামনে নিজস্ব ভঙ্গিমায় বসে রয়েছেন অভিনেত্রী সঙ্ঘশ্রী সিংহ মিত্র। তাঁকে সচরাচর এই ভাবে দেখতে অভ্যস্ত নন দর্শক। সমাজমাধ্যমের পাতায় ইদানীং অভিনেত্রী খুবই সক্রিয়। কখনও নিজের কাজের বিষয় নিয়ে পোস্ট করেন। কখনও নিজের ফটোশুটের নানা ছবি পোস্ট করতে থাকেন। তবে সঙ্ঘশ্রীর নতুন পোস্ট উসকে দিয়েছে হাজার প্রশ্ন।
পৃথুল অভিনেত্রীদের এমন পোশাকে সাধারণত দেখা যায় না। বা খোলামেলা পোশাক পরলেও বিতর্কের শেষ থাকে না। সঙ্ঘশ্রী কি মনে করেন বক্ষবিভাজিকা দেখালেই আকর্ষণীয় হওয়া যায়?
অভিনেত্রী নিজে এই ধরনের পোশাক পরতে যে খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তা নয়। এমনকি তাঁর মা-ও খুব যে খুশি তা নয়। সঙ্ঘশ্রী বললেন, “কার বক্ষ, কেমন বক্ষ তার উপর নির্ভর করছে ভাল লাগা, না-লাগা। নিজের পেশার জন্য যদি এই ধরনের পোশাক পরতে হয় তাতে আমার কোনও অসুবিধা নেই। কিন্তু বাস্তবে বিকিনি পরে সমুদ্রতটে বা বিকিনি ব্লাউজের সঙ্গে শাড়ি পরে বিয়েবাড়ি যেতে পারব না।”
যদিও এই ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করার জন্য খুব বিরক্ত হয়েছেন তাঁর মা। তিনি কোনও ভাবেই চান না এমন উন্মুক্ত পোশাকে কোনও ছবি তুলে তিনি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করুন। সঙ্ঘশ্রী বললেন, “মা একদম পছন্দ করেন না। খুব রাগারাগি করেছেন যে কেন এই ছবি পোস্ট করেছি। তবে বর বলেছে আমায় ‘হট’ লাগছে। জানি শ্বশুরবাড়ির অনেকেরও সমস্যা হয়েছে। শ্বশুরমশাই যেহেতু সে ভাবে সমাজমাধ্যমে সক্রিয় নন, তাই কিছু মন্তব্য করেননি। আমি নিশ্চিত এই ছবি দেখলে তিনিও খুব খুশি হতেন না।”
পৃথুল অভিনেত্রীদের এমন পোশাকে সাধারণত দেখা যায় না। বা খোলামেলা পোশাক পরলেও বিতর্কের শেষ থাকে না। সঙ্ঘশ্রী কি মনে করেন বক্ষবিভাজিকা দেখালেই আকর্ষণীয় হওয়া যায়?
অভিনেত্রী নিজে এই ধরনের পোশাক পরতে যে খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তা নয়। এমনকি তাঁর মা-ও খুব যে খুশি তা নয়। সঙ্ঘশ্রী বললেন, “কার বক্ষ, কেমন বক্ষ তার উপর নির্ভর করছে ভাল লাগা, না-লাগা। নিজের পেশার জন্য যদি এই ধরনের পোশাক পরতে হয় তাতে আমার কোনও অসুবিধা নেই। কিন্তু বাস্তবে বিকিনি পরে সমুদ্রতটে বা বিকিনি ব্লাউজের সঙ্গে শাড়ি পরে বিয়েবাড়ি যেতে পারব না।”
যদিও এই ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করার জন্য খুব বিরক্ত হয়েছেন তাঁর মা। তিনি কোনও ভাবেই চান না এমন উন্মুক্ত পোশাকে কোনও ছবি তুলে তিনি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করুন। সঙ্ঘশ্রী বললেন, “মা একদম পছন্দ করেন না। খুব রাগারাগি করেছেন যে কেন এই ছবি পোস্ট করেছি। তবে বর বলেছে আমায় ‘হট’ লাগছে। জানি শ্বশুরবাড়ির অনেকেরও সমস্যা হয়েছে। শ্বশুরমশাই যেহেতু সে ভাবে সমাজমাধ্যমে সক্রিয় নন, তাই কিছু মন্তব্য করেননি। আমি নিশ্চিত এই ছবি দেখলে তিনিও খুব খুশি হতেন না।”