নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে তিনি এ অভিযোগ করেন।
 
এদিন রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকের শুরুতে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে বিএনপি ওয়াকআউট করে।
 
বের হয়ে সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে। এ রকম হলে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, তা পূরণ হবে না।
 
এরপর বৈঠকে আবারও যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি জানান, আলোচনায় যোগ দিয়ে বিএনপি তার অবস্থান তুলে ধরবে।
 
এ দিনের আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, যে সব আলোচনা টেবিলে এসেছে সেসব অমিমাংসীত বিষয় নিয়ে আলোচনা হবে। বেশ কিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে।
                           সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে তিনি এ অভিযোগ করেন।
এদিন রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকের শুরুতে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে বিএনপি ওয়াকআউট করে।
বের হয়ে সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে। এ রকম হলে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, তা পূরণ হবে না।
এরপর বৈঠকে আবারও যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি জানান, আলোচনায় যোগ দিয়ে বিএনপি তার অবস্থান তুলে ধরবে।
এ দিনের আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, যে সব আলোচনা টেবিলে এসেছে সেসব অমিমাংসীত বিষয় নিয়ে আলোচনা হবে। বেশ কিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে।
 
  অনলাইন ডেস্ক
 অনলাইন ডেস্ক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                