ঢাকা , শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরের পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু দুনিয়ায় বেঁচে থাকার অর্থ খুঁজে না পেয়ে আত্মহত্যা মির্জাপুরে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে রেলগেটম্যানকে গণপিধোলাই দিয়ে পুলিশে সোপর্দ চান্দগাঁওয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গ্রেপ্তার রাজশাহী নগরীতে বিএনপির ৩১ দফা নিয়ে গণসংযোগ ও প্রচার গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু বাসর রাতের সকালেই পাওয়া ‍গেল স্বামীর ঝুলন্ত মরদেহ ডাকের রেকর্ড গড়লেন কোহলি বাবা ও ছেলে দু’জনের সাথেই রোম্যান্স করেছেন এই ৬ অভিনেত্রী ফিলিস্তিনের পশ্চিম তীর দখল নীতির কঠোর নিন্দা বাংলাদেশের লিবিয়া থেকে ফিরলেন প্রতারণার শিকার আরও ৩০৯ বাংলাদেশি ছুটির দিনে সড়কে প্রাণ গেল ১২ জনের সিরিজের মাঝেই স্কোয়াডে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ বিএনপি ভোটে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, জানালেন মির্জা ফখরুল আঙুলের গাঁটে যন্ত্রণা, অস্বাভাবিক প্রদাহ, আঙুল ফুলে ওঠার মতো কিছু লক্ষণ ক্যানসারেরও হতে পারে এক দিনেই শরীর থেকে বার করুন দূষিত পদার্থ, সকাল থেকে রাত বদলে ফেলুন দিনলিপি লালপুরে ইমো প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কের পক্ষে কাজল ও টুইঙ্কল!

সীমান্ত বিরোধ ঘিরে থাই-কম্বোডিয়ান বাহিনীর তুমুল লড়াই, নিহত ১৬

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৩:২১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৩:২১:২৫ অপরাহ্ন
সীমান্ত বিরোধ ঘিরে থাই-কম্বোডিয়ান বাহিনীর তুমুল লড়াই, নিহত ১৬ ছবি: সংগৃহীত
সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে থাই এবং কম্বোডিয়ান বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এলাকা ছেড়েছেন লক্ষাধিক মানুষ। এ অবস্থায় দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ এবং সংস্থা। খবর, আল জাজিরার।

শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকেই সীমান্তের অপর অংশ লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে থাই সেনারা। পাশাপাশি কম্বোডিয়ান সেনাদের বিভিন্ন ঘাটিতে চলছে ড্রোন হামলাও। অপরদিকে, থাই সেনাদের অবস্থান লক্ষ্য করে বিএম টুয়েন্টি ওয়ান রকেট ছোঁড়ে কম্বোডিয়ান বাহিনী।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাতের পরিধি সময়ের সাথে সাথে আরও বাড়ছে। ব্যাংককের অভিযোগ, হামলায় নো ম্যান্স ল্যান্ডে মাইন ব্যবহার করছে কম্বোডিয়ান বাহিনী। আর নমপেনের দাবি, ক্লাস্টার বোমা ব্যবহার করছে অন্যদিকে থাই সেনারা।

এদিকে, পাল্টাপাল্টি হামলার মুখে থাইল্যান্ডের ৪ প্রদেশ থেকে ১ লাখের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার সীমান্ত থেকে সরানো হয়েছে ২০ হাজার বাসিন্দাকে।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরন্দে বালানকুর বলেন, ২৪ জুলাই রাত থেকে কামানের গোলাবর্ষণ শুরু করে কম্বোডিয়ান বাহিনী। ভোর পর্যন্ত চলতে থাকে এই হামলা। বেসামরিক অবস্থান এবং ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালায় তারা।

অপরদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যালি সোচেতা বলেন, আমাদের ৮টি স্থানে হামলা করা হয়েছে। যারমধ্যে একাধিক টেম্পলও রয়েছে। এফ-সিক্সটিন বিমান থেকে বোমা হামলা করা হয়েছে।

এ অবস্থায় দুপক্ষকেই দ্রুততম সময়ের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ, আসিয়ানসহ বিভিন্ন সংস্থা এবং দেশ।

জাতিসংঘে নিযুক্ত চীনের প্রতিনিধি ফু কং বলেছেন, দুটি দেশই চীনের ঘনিষ্ঠ মিত্র। এর পাশাপাশি তারা আসিয়ানেরও সদস্য। আমরা আশা করছি শিগগিরই দেশ দুটি সংঘাত বন্ধে সম্মত হবে।

উল্লেখ্য, বিবাদের শুরু গত ১৬ জুলাই। সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হয় বেশ কয়েকজন থাই সেনা। ব্যাংককের দাবি, সীমান্ত এলাকায় মাইন পুতে রেখেছে কম্বোডিয়ান সেনারা। সেই অভিযোগে হামলা করা হয়ে কম্বোডিয়ায়। এরপর থেকেই সংঘর্ষ চলছে দুই দেশের বাহিনীর মধ্যে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে বিএনপির ৩১ দফা নিয়ে গণসংযোগ ও প্রচার

রাজশাহী নগরীতে বিএনপির ৩১ দফা নিয়ে গণসংযোগ ও প্রচার