চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিক থেকে সজিব হাসান জয় (২৬) নামে এক ওয়ার্ড বয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাতে শহরের সরকারি হাসপাতাল সংলগ্ন মমতা ক্লিনিকের ৫ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সজিব হাসান জয় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি এলাকার বাসিন্দা। তিনি জাকির হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ক্লিনিকের ৫ম তলার একটি কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় জয়কে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মমতা ক্লিনিকের ম্যানেজার আব্দুল জব্বার জানান, সন্ধ্যার দিকে একজন তাকে জানায় যে, জয় নিজ কক্ষে দরজা লাগিয়ে রেখেছেন এবং ডাকাডাকি করলেও কোনো সাড়া দিচ্ছেন না। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, “রাত ৮টার দিকে জয়কে হাসপাতালে আনা হলে তার পালস ও রক্তচাপ পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গলায় দাগ পাওয়া গেছে, তবে শরীরে অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন।”
ওসি মতিউর রহমান আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক