বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুরভিন চাওলা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের সবচেয়ে কঠিন অধ্যায়ের কথা জানালেন তিনি, যেখানে কাস্টিং কাউচ এবং প্রতিনিয়ত ‘না’ বলার ফলে একের পর এক কাজ হাতছাড়া করতে হয়েছিল তাঁকে।
''সুরভিন বললেন, “একটা সময় ছিল যখন চারপাশটা নোংরা হয়ে উঠেছিল। মনে হতো, আর ভাল লাগছে না। মনে হত, আর করতে চাই না এই কাজটা।” অভিনেত্রীর কথায় স্পষ্ট, কীভাবে প্রতিদিন শিল্পজগতের অস্বাস্থ্যকর দিকগুলোর মুখোমুখি হতে হচ্ছিল তাঁকে, বিশেষত যখন তিনি আপোষ না করার সিদ্ধান্ত নেন।
সাক্ষাৎকারে সুরভিন বলেন, “সে সময় যেন কাস্টিং কাউচটাই ট্রেন্ড ছিল। আমার সাহস হয়েছিল 'না' বলার, নিজের অবস্থানে অনড় থাকার। কিন্তু তাতেই একের পর এক কাজ হারিয়েছি। এটা যেন একটা প্যাটার্ন হয়ে গিয়েছিল।” এমনকি একসময় এই প্রত্যাখ্যানের ধাক্কা তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়। মনে হয়েছিল, আর হয়তো পারবেন না, হয়তো এখানেই শেষ।
টেলিভিশন ধারাবাহিক 'Kahiin To Hoga' এবং 'Kasautii Zindagii Kay'-এর মাধ্যমে অভিনয় জীবনের শুরু। পরে পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় ছবি 'Dharti', 'Taur Mittran Di' ও বলিউডের সাহসী ছবি 'Hate Story 2'-তে নজরকাড়া অভিনয়। 'Parched'-এ তাঁর অভিনয়ও প্রশংসিত হয়।
                           ''সুরভিন বললেন, “একটা সময় ছিল যখন চারপাশটা নোংরা হয়ে উঠেছিল। মনে হতো, আর ভাল লাগছে না। মনে হত, আর করতে চাই না এই কাজটা।” অভিনেত্রীর কথায় স্পষ্ট, কীভাবে প্রতিদিন শিল্পজগতের অস্বাস্থ্যকর দিকগুলোর মুখোমুখি হতে হচ্ছিল তাঁকে, বিশেষত যখন তিনি আপোষ না করার সিদ্ধান্ত নেন।
সাক্ষাৎকারে সুরভিন বলেন, “সে সময় যেন কাস্টিং কাউচটাই ট্রেন্ড ছিল। আমার সাহস হয়েছিল 'না' বলার, নিজের অবস্থানে অনড় থাকার। কিন্তু তাতেই একের পর এক কাজ হারিয়েছি। এটা যেন একটা প্যাটার্ন হয়ে গিয়েছিল।” এমনকি একসময় এই প্রত্যাখ্যানের ধাক্কা তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়। মনে হয়েছিল, আর হয়তো পারবেন না, হয়তো এখানেই শেষ।
টেলিভিশন ধারাবাহিক 'Kahiin To Hoga' এবং 'Kasautii Zindagii Kay'-এর মাধ্যমে অভিনয় জীবনের শুরু। পরে পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় ছবি 'Dharti', 'Taur Mittran Di' ও বলিউডের সাহসী ছবি 'Hate Story 2'-তে নজরকাড়া অভিনয়। 'Parched'-এ তাঁর অভিনয়ও প্রশংসিত হয়।
 
  তামান্না হাবিব নিশু
 তামান্না হাবিব নিশু  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                