যৌন হেনস্থার শিকার হননি কখনও, এমন মহিলার সংখ্যা বিনোদন দুনিয়ায় হাতেগোনা। যৌন হেনস্থার অভিজ্ঞতা রয়েছে অভিনেত্রী কল্কি কেকলাঁরও। বিশেষ করে দু’টি ঘটনা তাঁর কাছে মনে রাখার মতো। কারণ, সেই দু’টি ঘটনাই বিনোদন জগতের। একটি ঘটনা আবার বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে হয়েছিল। সম্প্রতি সাক্ষাৎকারে খোলাখুলি জানালেন অভিনেত্রী।
কল্কি বলেছেন, “আমার দুটো অস্বস্তিকর অভিজ্ঞতার কথা মনে পড়ছে। একটি ঘটেছিল কান চলচ্চিত্র উৎসবে। তখন আমি অভিনেত্রী হইনি। লন্ডনে তখন আমি একজন ছাত্রী মাত্র। প্রোমো গার্ল হিসেবে কান উৎসবে আমি নোকিয়া ফোন বিক্রি করতে গিয়েছিলাম।” সেখানে গিয়ে এক ভারতীয় প্রযোজকের সঙ্গে দেখা কল্কির। সেই প্রযোজকের এক পরিচিতের সঙ্গে কল্কির মায়ের পরিচিতি ছিল।
অভিনেত্রী বলেছেন, “আমি ওই প্রযোজকের সঙ্গে দেখা করি। কান-এ ওঁর একটি ছবি দেখি। তার পরে আমাকে তিনি নৈশভোজের জন্য আমন্ত্রণ জানান। সেই সময়ে আমি ওঁকে জিজ্ঞাসা করি, কোনও কাজের খোঁজ রয়েছে কি না। কিন্তু তিনি বুঝিয়ে দেন, কাজ পেতে গেলে আমাকে তাঁর সঙ্গে থাকতে হবে।”
আর একজন প্রযোজকও রাতে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রীকে। কল্কি বলেন, “আমি অডিশন দিতে যাই। সেখানেও একই ঘটনা প্রায়। প্রযোজক বলেন, চলো বাইরে নৈশভোজে যাই আমরা। আমি তখন স্পষ্ট বুঝিয়ে দিই, আমার কোনও আগ্রহ নেই। আমি সময় নষ্ট করতে চাই না।”
কল্কি বলেছেন, “আমার দুটো অস্বস্তিকর অভিজ্ঞতার কথা মনে পড়ছে। একটি ঘটেছিল কান চলচ্চিত্র উৎসবে। তখন আমি অভিনেত্রী হইনি। লন্ডনে তখন আমি একজন ছাত্রী মাত্র। প্রোমো গার্ল হিসেবে কান উৎসবে আমি নোকিয়া ফোন বিক্রি করতে গিয়েছিলাম।” সেখানে গিয়ে এক ভারতীয় প্রযোজকের সঙ্গে দেখা কল্কির। সেই প্রযোজকের এক পরিচিতের সঙ্গে কল্কির মায়ের পরিচিতি ছিল।
অভিনেত্রী বলেছেন, “আমি ওই প্রযোজকের সঙ্গে দেখা করি। কান-এ ওঁর একটি ছবি দেখি। তার পরে আমাকে তিনি নৈশভোজের জন্য আমন্ত্রণ জানান। সেই সময়ে আমি ওঁকে জিজ্ঞাসা করি, কোনও কাজের খোঁজ রয়েছে কি না। কিন্তু তিনি বুঝিয়ে দেন, কাজ পেতে গেলে আমাকে তাঁর সঙ্গে থাকতে হবে।”
আর একজন প্রযোজকও রাতে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রীকে। কল্কি বলেন, “আমি অডিশন দিতে যাই। সেখানেও একই ঘটনা প্রায়। প্রযোজক বলেন, চলো বাইরে নৈশভোজে যাই আমরা। আমি তখন স্পষ্ট বুঝিয়ে দিই, আমার কোনও আগ্রহ নেই। আমি সময় নষ্ট করতে চাই না।”