গ্রিসের সৈকতে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। ইনস্টাগ্রামে একের পর এক ছবিতে ঝড় তুলেছেন তিনি। হট ইয়েলো বিকিনি টপ ও ব্রাউন স্কার্টে সমুদ্রতটে করিনার অবতারে মুগ্ধ ভক্তরা। ক্যাপশনে মজার ছলে লিখেছেন, “গ্রিসে লুঙ্গি ডান্স করলাম… মজা হয়েছে। ট্রাই করে দেখো।”
ছবিতে দেখা গিয়েছে, করিনা ম্যাচিং ক্যাপ ও কালো রোদচশমা পরেছেন। কোনও গয়না না পরে পোশাকের স্টাইল স্টেটমেন্টকেই তিনি প্রাধান্য দিয়েছেন। করিনার এই ছবি প্রকাশ্যে আসার পরেই মন্তব্যের ঝড় অনুরাগীদের মধ্যে। ম্যানিশ মলহোত্রা ও রিয়া কাপুর আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
কয়েকদিন আগেও করিনা সমুদ্রসৈকতে আরও একটি ফটোশ্যুট শেয়ার করেছিলেন। সেখানে তাঁকে দেখা গিয়েছিল বেজ ও ব্ল্যাক মনোকিনিতে। হাতে সানগ্লাস, পায়ের তলায় বালি, সূর্যের আলোয় ঝলমল করছিলেন বলিউডের 'বেবো'।
চলচ্চিত্রে যেমন অনবদ্য, ফ্যাশনেও তেমনই সাহসী ও স্মরণীয় করিনা। ‘কভি খুশি কভি গম’-এ রেড ব্রালেট হোক বা ‘টাশান’-এর কাট-আউট লুক, ‘জব উই মেট’-এর ট্র্যাভেল স্টাইল থেকে ‘ভীরে দি ওয়েডিং’-এর মিনিমাল গ্ল্যাম— সবেতেই তিনি নজর কেড়েছেন নিজের ফ্যাশন স্টেটমেন্টে।
ছবিতে দেখা গিয়েছে, করিনা ম্যাচিং ক্যাপ ও কালো রোদচশমা পরেছেন। কোনও গয়না না পরে পোশাকের স্টাইল স্টেটমেন্টকেই তিনি প্রাধান্য দিয়েছেন। করিনার এই ছবি প্রকাশ্যে আসার পরেই মন্তব্যের ঝড় অনুরাগীদের মধ্যে। ম্যানিশ মলহোত্রা ও রিয়া কাপুর আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
কয়েকদিন আগেও করিনা সমুদ্রসৈকতে আরও একটি ফটোশ্যুট শেয়ার করেছিলেন। সেখানে তাঁকে দেখা গিয়েছিল বেজ ও ব্ল্যাক মনোকিনিতে। হাতে সানগ্লাস, পায়ের তলায় বালি, সূর্যের আলোয় ঝলমল করছিলেন বলিউডের 'বেবো'।
চলচ্চিত্রে যেমন অনবদ্য, ফ্যাশনেও তেমনই সাহসী ও স্মরণীয় করিনা। ‘কভি খুশি কভি গম’-এ রেড ব্রালেট হোক বা ‘টাশান’-এর কাট-আউট লুক, ‘জব উই মেট’-এর ট্র্যাভেল স্টাইল থেকে ‘ভীরে দি ওয়েডিং’-এর মিনিমাল গ্ল্যাম— সবেতেই তিনি নজর কেড়েছেন নিজের ফ্যাশন স্টেটমেন্টে।