ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ, দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু পুঠিয়ায় ঠিকাদার ও প্রকৌশলীর অবহেলায় স্থবির ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসরুম নির্মান কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ সোহাকে দেখেই যৌনাঙ্গ নাচিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি! ডিজিটাল অ্যাপে পরকীয়া রমরমা চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার বাবা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড, স্ত্রী ও সৎমায়ের কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত, আহত ৫ ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ‘পার্সেন্টেজ’ আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে চড় মেরে শিশুর কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব ইংরেজদের অভিবাসন বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে বার্তা ইলন মাস্কের বিশ্বের সবচেয়ে সুন্দর জনপ্রিয় ১০ পর্ণ তারকা এন সি এল-এ রাজশাহী ভেন্যতে ঢাকা মেট্রোর জয় হরিপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট বেকার ছেলেকে বিয়ে করবেন কোটিপতি তানিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৮'ম শ্রেণীর ছাত্রীকে বিয়ে রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব

ক্যানসারের মতো মারণরোগেরও ঝুঁকি কমাতে পারে এই ৩ স্বাস্থ্যকর পানীয়

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০২:৪১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০২:৪১:৪৩ অপরাহ্ন
ক্যানসারের মতো মারণরোগেরও ঝুঁকি কমাতে পারে এই ৩ স্বাস্থ্যকর পানীয় ছবি: সংগৃহীত
খাবার শুধু শরীরের ওজন বা পুষ্টির উপরই প্রভাব ফেলে না, তা দীর্ঘমেয়াদে ক্যানসার বা হৃদরোগের মতো গুরুতর অসুখের ঝুঁকিও বাড়াতে বা কমাতে পারে। আর সেই কারণে দৈনন্দিন জীবনে সচেতন খাদ্যাভ্যাস ভীষণ প্রয়োজন।

হার্ভার্ডের প্রশিক্ষণপ্রাপ্ত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সৌরভ শেঠি সম্প্রতি ইনস্টাগ্রামে এমন তিনটি পানীয়র কথা জানিয়েছেন, যেগুলি নিয়মিত খেলে তা পেট ভাল রাখার পাশাপাশি, শরীরের ইনফ্লেমেশন কমায় এবং সবচেয়ে বড় কথা – ক্যানসারের মতো মারণরোগের ঝুঁকিও কমাতে পারে।

খাদ্যাভ্যাস ছাড়াও জেনেটিক, পরিবেশগত এবং জীবনযাত্রার মতো নানা বিষয়ের উপর ক্যানসারের ঝুঁকি নির্ভর করে। তবে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে, এইসব স্বাস্থ্যকর পানীয় ও খাবার দীর্ঘমেয়াদে শরীরকে ক্যানসারের মতো রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়।

ডা. সৌরভ শেঠির মতে, " দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়।" তিনটি বিজ্ঞানসম্মত পানীয় ডায়েটে যোগ করার পরামর্শ তিনি দিয়েছেন —

১) গ্রিন টি: গ্রিন টি-তে থাকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাটেচিন। বিশেষ করে, মাচা হল গ্রিন টির ঘন রূপ, যা আরও বেশি কার্যকর এবং উপকারী। গবেষণায় দেখা গিয়েছে, গ্রিন টি স্মৃতিশক্তি বাড়াতে, ওরাল হেলথ বা মুখের স্বাস্থ্যের খেয়াল রাখতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

২) গ্রিন স্মুদি: ডা. সৌরভ শেঠির পরামর্শ - পালং শাক, শসা, (যদি সম্ভব হয় কেল বা সেলারি-ও মেশাতে পারেন) ও সামান্য আদা মিশিয়ে গ্রিন স্মুদি বানাতে পারেন। এতে প্রচুর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান থাকে যা ত্বক, চোখ, হার্ট ছাড়াও এমনিও স্বাস্থ্যের পক্ষে ভাল।

৩) হলুদ মেশানো দুধ: হলুদের প্রধান উপাদান কারকিউমিন-এ রয়েছে অ্যান্টি-ক্যানসার এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ। "আমি ব্যক্তিগতভাবে এটি আমন্ড মিল্ক দিয়ে বানাই, আর সঙ্গে এক চিমটে গোলমরিচ যোগ করি যাতে শরীরে এর উপকারিতা ভাল করে শোষণ হওয়ার সুযোগ পায়," বলছেন চিকিৎসক শেঠি।

ডা. সৌরভ শেঠির মতে ক্যানসার প্রতিরোধে উপযোগী আরও ৫টি খাবার রয়েছে:
১. বেরি: বেরি জাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা কোশের ক্ষয় রোধ করে।
২. ব্রকোলি ও ফুলকপি: এই ধরনের সবজিতে থাকে সালফোরাফেন, যা ক্যানসার কোশ ধ্বংস করতে সক্ষম।
৩. রসুন: এতে থাকে এলিসিন, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। রান্নার শেষে যোগ করলেই এর কার্যকারিতা বেশি পাওয়া যায়।
৪. হলুদ: কারকিউমিন নামক উপাদান ক্যানসার কোশের গ্রোথ আটকায়।
৫. বাদাম: আমন্ড বা আখরোটে থাকে ফাইবার, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট – যা সব মিলিয়ে রোগ প্রতিরোধে সহায়ক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত