ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড ! ভিতরেই দগ্ধ হয়ে ৬০ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০২:০৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০২:০৪:৫৯ অপরাহ্ন
ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড ! ভিতরেই দগ্ধ হয়ে ৬০ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
ইরাকের শপিং মলে অগ্নিকাণ্ড! বৃহস্পতিবার পশ্চিম এশিয়ার ওই দেশের এক শপিং মলে ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। নিখোঁজ আরও অনেকে।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে ইরাকের পূর্বাঞ্চলের আল-কুত শহরের একটি শপিং মলে দুর্ঘটনাটি ঘটে। ওই বহুতলে হাইপার মার্কেট ছাড়াও একাধিক রেস্তোরাঁ রয়েছে। সে সময় অনেকে পরিবারের সঙ্গে রাতের খাবার খেতে গিয়েছিলেন। কেনাকাটাও করছিলেন কেউ কেউ। তখনই আচমকা আগুন লেগে যায় ভবনটিতে। ওয়াসজিৎ প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেন, ‘‘রাতে পাঁচতলা ওই হাইপার মার্কেট ও রেস্তোরাঁয় আগুন লেগে যায়। দমকল কর্মীরা এসে কোনও মতে কয়েক জনকে উদ্ধার করলেও বাকিরা ভিতরেই রয়ে যান। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। এখনও পর্যন্ত ৬০ জনের দেহ মিলেছে।’’

শহরের কর্মকর্তা আলী আল-মায়াহি রয়টার্সকে বলেন, ‘‘আমাদের অনুমান, আরও বেশ কয়েকটি মৃতদেহ থাকতে পারে। সেগুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।’’ শহরের এক কর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫৯ জনকে চিহ্নিত করে তাঁদের নামের তালিকা তৈরি সম্ভব হয়েছে। এঁদের মধ্যে বেশির ভাগেরই দেহ অনেকাংশে পুড়ে গিয়েছে। এক জনের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে, তাঁকে শনাক্তও করা যাচ্ছে না। কয়েক জন এখনও নিখোঁজ। ইতিমধ্যে দুর্ঘটনার বেশ কিছু ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (সেগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারেও দাউদাউ করে জ্বলছে আল-কুতের ওই পাঁচ তলা ভবন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যাঁরা ভিতরে আটকে পড়েছেন, তাঁদের উদ্ধারের চেষ্টাও চলছে।

কী ভাবে ওই শপিং মলে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে গভর্নর জানিয়েছেন, ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। সরকারি সূত্রকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, তদন্তের প্রাথমিক রিপোর্ট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে আনা হবে। মামলাও দায়ের করা হয়েছে ওই বহুতল ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধেও।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ