ঢাকা , বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত সচিবালয় অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ ৩৮ বছর বয়সে প্রথমবার ‘বিশ্বসেরা’ হলেন রোহিত সিংড়ায় স্বাস্থ্য সেবা নিয়ে ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের মতবিনিময় সভা ভেবেছিলাম ৩০-এর পর বিয়ে করে সংসার করব: তামান্না চুয়াডাঙ্গায় বোনকে দাফন করতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি করপোরেশনে তালা দিয়ে শ্রমিকদের বিক্ষোভ গ্রাম আদালতে অসামান্য অবদানের সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক যে কারণে আবশ্যক! ভাতিজার হাতে চাচা খুন, ২নং আসামি রফিক শেখ গ্রেফতার নারীদের সিজদা করার সঠিক নিয়ম শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা ব্রেকফাস্টে কলার সঙ্গে সামান্য গোলমরিচ! শুনতে অদ্ভুত এই কম্বোর উপকার অনেক অভিনয় করেও 'কল্কি ২৮৯৮ এডি' থেকে বাদ পড়ল দীপিকার নাম বেঞ্জেমার নক আউট পাঞ্চে ধরাশায়ী আল নাসের! চৌত্রিশের বিশ্বকাপ ‘গগনচুম্বী’ স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা সৌদি আরবের গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৯০ ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে নিহত ৬৪ নির্বাচন না-ও হতে পারে, কিন্তু জুলাই সনদ সবার আগে হতে হবে: জামায়াত নেতা তাহের ফেস প্যাক মাখারও উপযুক্ত সময় কখন জানেনিন

কালচে মুখে দীপ্তি ফেরাবে ‘বিটা-ক্যারোটিন’!

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০২:৪৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০২:৪৫:৪২ অপরাহ্ন
কালচে মুখে দীপ্তি ফেরাবে ‘বিটা-ক্যারোটিন’! ফাইল ফটো
ত্বকের যত্নে খামতি নেই। নিয়ম করে এটা-সেটা মাখছেন। তবু যেন মুখে দীপ্তি ফেরে না। অনেকেই বলেন, তেমন কোনও রূপচর্চা করেন না। অথচ কী লালিত্য তাঁদের মুখে।

ভাবছেন, এমন কিছু আপনার সঙ্গে কেন হয় না? আসলে সৌন্দর্যের গোপন কথা লুকিয়ে আরও গভীরে। অনুজ্জ্বল ত্বক, বার্ধক্যের ছাপ— এ সব কিছুই দূর করতে পারে বিটা-ক্যারোটিন। এটি আসলে এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট, যা মেলে দৈনন্দিন খাবারেই।

পুষ্টিবিদেরা বলেন, একাধিক গবেষণায় প্রমাণিত অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন, খনিজ, ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে, বার্ধক্যের প্রক্রিয়া শ্লথ করতে সাহায্য করে।

বিটা-ক্যারোটিনও তেমনই এক উপাদান। যা মেলে হলুদ, কমলা ফল এবং সব্জিতে। বিভিন্ন ফলের উজ্জ্বল রঙের পিছনে থাকে এই বিটা-ক্যারোটিনের ভূমিকাই। এটি অ্যান্টি-অক্সিড্যান্ট হিসাবে কাজ করে।

রূপচর্চাশিল্পী হোক বা পুষ্টিবিদ কিংবা চিকিৎসক— সকলেই বলেন অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার খেতে। কিন্তু কেন? শরীরে বিভিন্ন কারণে ফ্রি র‌্যাডিক্যাল বা অণু তৈরি হয়। এই ফ্রি র‌্যাডিক্যাল কোষের পক্ষে ক্ষতিকর, যা অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয়। অ্যান্টি-অক্সিড্যান্ট এই ক্ষতিকর অণু এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। অকালবার্ধক্যে বাধা দেয়, ত্বকের কোষগুলি পুনরুজ্জীবিত করে। যার ফলে ত্বক হয়ে ওঠে প্রাণবন্ত, উজ্জ্বল এবং সুন্দর। বিটা-ক্যারোটিন সূর্যরশ্মির ক্ষতির হাত থেকেও ত্বককে রক্ষা করে। রোদের তাপে কালচে হয়ে যাওয়া মুখে ঔজ্জ্বল্য ফেরায়।

বিট-ক্যারোটিন মেলে গাজর, কমলালেবু, রাঙা আলু, আম, লাল বেলপেপার-সহ একাধিক সব্জিতে। বিটা-ক্যারোটিনকে বলে প্রোভিটামিন, যা থেকে ভিটামিন এ তৈরি হয়। বিটা-ক্যারোটিন শরীরে গেলে রেটিনলে পরিণত হয়। বয়সের চাকা উল্টোদিকে ঘুরিয়ে দিতে রেটিনল অত্যন্ত শক্তিশালী উপাদান।

তবে পুষ্টিবিদেরা বলছেন, বিটা-ক্যারোটিনের গুণাগুণ পেতে হলে তার সঙ্গে স্বাস্থ্যকর ফ্যাট থাকা জরুরি। কারণ, এটি ফ্যাটে দ্রবীভূত হয়। পুষ্টিশোষণের জন্য ফ্যাটের প্রয়োজন হয়। গাজর, বেলপেপার দিয়ে স্যালাড খেতে পারেন। কিন্তু তার সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে নেওয়া জরুরি। অলিভ অয়েলের ফ্যাট এর পুষ্টিগুণ পেতে সাহায্য করবে। কিংবা দৈনন্দিন খাদ্যতালিকায় চিনেবাদাম, আখরোট, কাঠবাদম, ডিম, বিভিন্ন ধরনের বীজ স্বল্প পরিমাণে থাকলেও বিটা-ক্যারোটিন শোষণে অসুবিধা হবে না।

ত্বক ভাল রাখতে বিটা-ক্যারোটিন সমৃদ্ধ কোন খাবার খাবেন?
গাজর, কুমড়ো, আম, টম্যাটো, পাকা পেঁপে, পালংশাক, ব্রকোলি, কমলালেবু, অ্যাপ্রিকট— এই ধরনের ফল এবং সব্জি খেতে হবে। এর পর যদি ত্বকের যত্ন নেওয়া যায় সে ক্ষেত্রে দ্বিগুণ ফল মিলবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত