গাজ়া ভূখণ্ডে রাতভর বোমাবর্ষণে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, বুধবার রাতে দক্ষিণ গাজ়ার খান ইউনিস শহরে আকাশপথে একের পর এক হামলা হয়েছে। ওই শহরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে অন্তত ১০ বার আকাশপথে হামলা হয়েছে। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫৪টি দেহ ওই হাসপাতালের মর্গে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
ইজ়রায়েল এবং প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধে প্রতি দিনই ক্ষতবিক্ষত হচ্ছে গাজ়া ভূখণ্ড। প্রায় দেড় বছর ধরে বিধ্বস্ত অবস্থা হয়ে রয়েছে গাজ়ার। প্রথম দফার সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে গাজ়ায় ফের সামরিক অভিযান শুরু করেছে ইজ়রায়েল। বুধবারও গাজ়ার উত্তর এবং দক্ষিণ প্রান্ত মিলিয়ে অন্তত ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, মৃতের সংখ্যা কমপক্ষে ৮০। ওই হামলায় অন্তত ২০ জন শিশুর মৃত্যুর খবরও মিলেছিল। ওই হামলার রেশ কাটতে না কাটতেই ফের দক্ষিণ গাজ়ার খান ইউনিস শহরে হামলা চলল।
খান ইউনিস শহরের নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বেশ কিছু টুকরো টুকরো দেহাংশ এসে পৌঁছেছে হাসপাতালে। বাকি দেহগুলি এসেছে ‘বডিব্যাগে’ (শবদেহ বহন করার ব্যাগ) করে। হাসপাতালের মর্গে এখনও পর্যন্ত ৫৪টি দেহ পৌঁছেছে। বস্তুত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে পশ্চিম এশিয়ার দেশগুলি সফর করছেন। সৌদি আরব, কাতার হয়ে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহি সফর রয়েছে ট্রাম্পের। তবে তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাম্পের এই সফরসূচিতে ইজ়রায়েল ছিল না। অনেকেই অনুমান করছিলেন ট্রাম্পের পশ্চিম এশিয়া সফরের সময়ে ইজ়রায়েল-হামাস সংঘর্ষবিরতিতে কোনও দিশা মিলতে পারে। তবে এখনও পর্যন্ত তেমন কিছু ঘটেনি। বরং পর পর দু’দিন ঘন ঘন বোমাবর্ষণে আরও বিধ্বস্ত হল গাজ়া ভূখণ্ড।
ইজ়রায়েল এবং প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধে প্রতি দিনই ক্ষতবিক্ষত হচ্ছে গাজ়া ভূখণ্ড। প্রায় দেড় বছর ধরে বিধ্বস্ত অবস্থা হয়ে রয়েছে গাজ়ার। প্রথম দফার সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে গাজ়ায় ফের সামরিক অভিযান শুরু করেছে ইজ়রায়েল। বুধবারও গাজ়ার উত্তর এবং দক্ষিণ প্রান্ত মিলিয়ে অন্তত ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, মৃতের সংখ্যা কমপক্ষে ৮০। ওই হামলায় অন্তত ২০ জন শিশুর মৃত্যুর খবরও মিলেছিল। ওই হামলার রেশ কাটতে না কাটতেই ফের দক্ষিণ গাজ়ার খান ইউনিস শহরে হামলা চলল।
খান ইউনিস শহরের নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বেশ কিছু টুকরো টুকরো দেহাংশ এসে পৌঁছেছে হাসপাতালে। বাকি দেহগুলি এসেছে ‘বডিব্যাগে’ (শবদেহ বহন করার ব্যাগ) করে। হাসপাতালের মর্গে এখনও পর্যন্ত ৫৪টি দেহ পৌঁছেছে। বস্তুত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে পশ্চিম এশিয়ার দেশগুলি সফর করছেন। সৌদি আরব, কাতার হয়ে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহি সফর রয়েছে ট্রাম্পের। তবে তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাম্পের এই সফরসূচিতে ইজ়রায়েল ছিল না। অনেকেই অনুমান করছিলেন ট্রাম্পের পশ্চিম এশিয়া সফরের সময়ে ইজ়রায়েল-হামাস সংঘর্ষবিরতিতে কোনও দিশা মিলতে পারে। তবে এখনও পর্যন্ত তেমন কিছু ঘটেনি। বরং পর পর দু’দিন ঘন ঘন বোমাবর্ষণে আরও বিধ্বস্ত হল গাজ়া ভূখণ্ড।
অনলাইন ডেস্ক