ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ, দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু পুঠিয়ায় ঠিকাদার ও প্রকৌশলীর অবহেলায় স্থবির ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসরুম নির্মান কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ সোহাকে দেখেই যৌনাঙ্গ নাচিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি! ডিজিটাল অ্যাপে পরকীয়া রমরমা চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার বাবা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড, স্ত্রী ও সৎমায়ের কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত, আহত ৫ ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ‘পার্সেন্টেজ’ আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে চড় মেরে শিশুর কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব ইংরেজদের অভিবাসন বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে বার্তা ইলন মাস্কের বিশ্বের সবচেয়ে সুন্দর জনপ্রিয় ১০ পর্ণ তারকা এন সি এল-এ রাজশাহী ভেন্যতে ঢাকা মেট্রোর জয় হরিপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট বেকার ছেলেকে বিয়ে করবেন কোটিপতি তানিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৮'ম শ্রেণীর ছাত্রীকে বিয়ে রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর ১১ টুকরো করে স্বামী

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১১:৫৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১১:৫৬:৪৯ অপরাহ্ন
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর ১১ টুকরো করে স্বামী পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর ১১ টুকরো করে স্বামী
পরকীয়ার সন্দেহ থেকেই দুটি ধারালো চাকু দিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী সুমন। শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, সে হত্যার পর ১১ টুকরো করে লাশ গুম করারও চেষ্টা করেছে। 

চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যাকারী সুমন র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে র‌্যাব-৭ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার সকালে র‌্যাব-৭ এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

র‌্যাব-৭ জানায়, গ্রেফতার সুমনের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী গ্রামে। গত ৯ জুলাই রাতে অজ্ঞাতনামা ৬-৭ জন যুবক সুমনের বাসায় আসাকে কেন্দ্র করে তার স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘাতক সুমন বাসায় থাকা দুটি ধারালো চাকু দিয়ে তার স্ত্রী ফাতেমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়। পরবর্তীতে লাশ গুম করার উদ্দেশ্যে ১১ টুকরো করে বাথরুমের কমেডে দিয়ে পানির ফ্লাশের সঙ্গে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে।

ঘটনার দিন রাতে ভবনের নিরাপত্তাকর্মী মশিউর রহমান ঘর থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ পেয়ে সন্দেহ হলে সুমনের বাসায় যান। ভিতরে ঢুকে রক্তের দাগ ও লাশের অংশবিশেষ দেখতে পেয়ে তিনি নিচে গিয়ে অন্যদের ডাকতে গেলে সুমন জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।

ঘটনার পর নিহত নারীর বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রুবেল বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সুমনের বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগ আনা হয়। 

হত্যা মামলা করার পর র‌্যাব তাকে গ্রেফতারের অভিযানে নামে। শুক্রবার রাতে র‌্যাব-৭ এর কর্মকর্তারা নিশ্চিত হন, ঘাতক সুমন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ফুলবাড়িয়া এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-৯ এর সহযোগিতা নিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, ১০ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর সুমন সৌদি আরবে পাড়ি জমালেও ভিসা জটিলতায় গত বছর দেশে ফিরে চট্টগ্রামে একটি পিকআপ ভ্যান চালানো শুরু করে। তবে দেশে ফেরার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বেড়ে যায়। একাধিকবার পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা হলেও তা স্থায়ী হয়নি।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেফতার আসামি সুমনকে নগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত