ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে ভুলভাবে নির্বাসিত আব্রেগোকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ ফেডারেল বিচারকের ট্রাম্প প্রশাসনের সীমান্ত উপদেষ্টা অভিবাসন জালিয়াতির তদন্তের মুখে ইলহান ওমর যুক্তরাষ্ট্রে ঢুকতে সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের মুখোমুখি হতে হবে ৪২ দেশের পর্যটকদের মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব আনোয়ারায় র‌্যাবের অভিযানে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই নারী আটক চট্টগ্রাম রেলস্টেশনে ৩,৮৯৫ পিস ইয়াবাসহ দুই নারী আটক হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে- নোয়াখালীতে শিবির সেক্রেটারি বাঘায় বসতবাড়ির আঙিনা থেকে গাঁজার গাছসহ একজন গ্রেফতার চারঘাটে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারের কাজলা ফুলতলা এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ সাবেক মন্ত্রী এমরান আলী সরকারের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ: দিনভর নানা কর্মসূচি, শনিবার স্মরণসভা লালপুরে ছাত্রদল নেতার ৬০০ গাছ কেটে নিলো প্রতিপক্ষের লোকজন রাণীশংকৈলে নির্বাচনী আইন মেনেই নিজের পোষ্টার অপসার করছেন জামায়াতে ইসলামী কাটাখালিতে বাজারে এনসিপি নেতা সাজুর ওপর হামলা; পুলিশ-সহ আহত ৪ দোষীদের বিচার চান শিশু সাজিদের বাবা শিশু সাজিদের জানাজা মানুষের ঢল, এমন হৃদয়বিদারক দৃশ্য দেখেননি গ্রামবাসী কাটাখালী থানাধীন টাংগনে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে কারবারী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দেশে নতুন মাদক ‘এমডিএমবি’র বিরাট চালান জব্দ, গ্রেফতার ৪

মাচায় সবজি চাষে আর্ধিকভাবে লাভবান হচ্ছে রাজশাহীর চাষিরা

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৭:১৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৭:১৭:০৭ অপরাহ্ন
মাচায় সবজি চাষে আর্ধিকভাবে লাভবান হচ্ছে রাজশাহীর চাষিরা মাচায় সবজি চাষে আর্ধিকভাবে লাভবান হচ্ছে রাজশাহীর চাষিরা
রাজশাহীতে বর্ষাকালে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে অর্থিক ভাবে লাভবান হচ্ছেন চাষিরা। মাচা ব্যবহারের কারনে সবজির লতা ও ফল মাটিতে লেগে থাকে না। ফলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয়। মাচায় চাষ করার কারনে ফসল পরিষ্কার থাকে এবং সহজে সংগ্রহ করা যায়। মাচায় সবজি আবাদ বাজারে ভাল দাম পাওয়ায় আর্ধিকভাবে লাভবান হচ্ছে চাষীরা।

মাচায় সবজির আবাদ বলতে সাধারণত, লাউ, চিচিঙ্গা, পল্লা, জিঙ্গে, কুমড়া, শসা, বরবটি, সিম ইত্যাদি সবজি লতানো গাছের জন্য মাচা তৈরি করে চাষ করা হয়। এই পদ্ধতিতে, গাছের লতা উপরে উঠে যায়। ফলে ফলন বাড়ে, পোকামাকড়ের আক্রমণ কমে এবং জায়গা সাশ্রয় হয়। মাচা পদ্ধতিতে সবজি চাষ করলে ফলন সাধারণত বেশি ও বাজারে ভাল দাম পাওয়া যায়। রাজশাহী নগরীর উপকন্ঠ পৌরসভার কাটাখালী, নওদাপাড়া, বেলপুকুর, হরিয়ান, ভড়ুয়াপাড়া, খড়খড়ি বাইপাস, পড়াপুকুর, কানপাড়া, পান্থাপাড়া, বায়া, নওহাটা, রাজাবাড়ির গ্রামগুলিতে মাচায় বেশী সবজি দেখা গেছে। এছাড়াও এসব গ্রামের বিভিন্ন মাঠে স্বল্প পরিসরে মাচায় সবজি চাষ হচ্ছে। পুড়াপুকুর গ্রামের কৃষক মহসিন আলী বলেন, মাচায় সবজি চাষ করলে ফসলের রোগবালাই কম হয় এবং এসব ফসলের বাজারে ভাল দাম পাওয়া যায়।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলায় প্রায় ১৫ হেক্টর জমিতে মাচায় সবজির আবাদ হয়েছে। পুকুর-জলাশয়ের পাড়, নিচু জমি, বাড়ীর আঙ্গিনায়, জমির আইলে ও মাচায় সবজি চাষ করা হচ্ছে। পানির মধ্যে মাচায় সবজি চাষ পদ্ধতি একটি উদ্ভাবনী ও টেকসই কৃষি পদ্ধতি। মাচায় বিশেষ পদ্ধতিতে সবজির আবাদ, যেখানে সবজির লতানো ও ঊর্ধ্বমুখী বৈশিষ্ট্য ব্যবহার করে মাচা তৈরি করে সবজি চাষ করা হয়। এই পদ্ধতিতে সাধারণত লাউ, কুমড়া, পটল, শসা, সিম, বরবটি, ঝিঙা ইত্যাদি সবজি চাষ করা হয়। মাচা তৈরির ফলে সবজির লতা উপরে উঠে যায়। এতে আলো বাতাস ভালোভাবে চলাচল করতে পারে। যা ফলন বৃদ্ধিতে সহায়ক। এছাড়াও মাচা পদ্ধতিতে সবজি চাষ করলে পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই কম হয়। মাচা তৈরির জন্য সাধারণত বাঁশ, বঁশের কনচি, কাঠ বা লোহার পাইপ ও নেট জাল ব্যবহার করা হয়। সবজি চাষে বিভিন্ন প্রকার মাচা তৈরি করা হয়। ফসলের ধরনের উপর মাচা তৈরির উচ্চতা নির্ভর করে। কিছু সবজির জন্য ৫-৬ ফুট উচ্চতার মাচা তৈরি করা হয়। আবার কিছু সবজির জন্য ঝুলন্ত মাচা তৈরি করা হয়। মাচা তৈরির পর সবজির লতা মাচার উপর ছড়িয়ে দেওয়া হয়।

শুক্রবার দুপুর ২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), শারমিন সুলতানা জানান,  মাচায় সবজি চাষ একটি লাভজনক এবং পরিবেশ-বান্ধব কৃষি পদ্ধতি। এটি কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে এবং নিরাপদ সবজি উৎপাদনে সহায়তা করে। মাচায় সবজি চাষ করলে বৃষ্টির সময় গাছের ক্ষতি হয় না এবং প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। অল্প পরিশ্রমে মাচায় সবজি চাষ লাভজনক হওয়ায় কৃষকরা আর্থিকভাবে সাবলম্বি হচ্ছে। পাশাপাশি মাচায় সবজি চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘায় বসতবাড়ির আঙিনা থেকে গাঁজার গাছসহ একজন গ্রেফতার

বাঘায় বসতবাড়ির আঙিনা থেকে গাঁজার গাছসহ একজন গ্রেফতার