ঢাকা , সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসময়ে বৃষ্টি রাণীশংকৈলে ফসলের ব্যাপক ক্ষতি,কৃষকের মুখে হতাশার ছাপ ফুলবাড়ী টানা তিনদিনের ঝড়োবৃষ্টিপাতে ধান ও আগাম সবজির ব্যাপক ক্ষয়-ক্ষতি চট্টগ্রামে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি সালমান আটক টিকা প্রদানে সারাদেশে সবচেয়ে এগিয়ে রাজশাহী বিভাগ প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক, আইজিপি বাহারুল আলম রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ গাজীপুর থেকে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, মূলহোতা শাওন গ্রেফতার ওএমএস বিক্রি বন্ধ, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অসহায় মানুষের দীর্ঘশ্বাস পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান দমদমে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ মেক্সিকোয় ভয়াবহ বিস্ফোরণ! সোনোরার সুপারমার্কেটে মৃত্যু ২৩ শাহরুখের জন্মদিনে সারপ্রাইজ উপহার, অবশেষে প্রকাশ্যে এল 'কিং'-এর টিজার! ১২ কেজি এলপিজির দাম কমলো ২৬ টাকা বাবরের আরেকটি রেকর্ডের দিনে সিরিজ জিতলো পাকিস্তান রাশিয়ার রাতভর আক্রমণে ইউক্রেনের ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন ফুলবাড়ী ২৯ বিজিবি’র এক মাসের অভিযানে সাড়ে ২৭ লাখ টাকার মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক আসবেন: ধর্ম উপদেষ্টা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি রোজের কোন কোন ওষুধের কারণেই চরম ক্ষতি হচ্ছে লিভারের শাহরুখের সঙ্গে একরাত ঘুমোতে চাই: দেবশ্রী

মুচলেকা দেয়ার পর ফের একই কাজ তানোরে নাবিল গ্রুপের দুষণ সন্ত্রাস বন্ধ হবে কি

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৫:১৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৫:১৬:৫৮ অপরাহ্ন
মুচলেকা দেয়ার পর ফের একই কাজ তানোরে নাবিল গ্রুপের দুষণ সন্ত্রাস বন্ধ হবে কি মুচলেকা দেয়ার পর ফের একই কাজ তানোরে নাবিল গ্রুপের দুষণ সন্ত্রাস বন্ধ হবে কি
 
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী কাঁকনহাট  পৌর এলাকার গড়গড়ায় নাবিল গ্রুপের মুরগি খামারের মুরগির বিষ্ঠার (বর্জ্য) দুর্গন্ধে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রাঁতের আঁধারে তারা তানোরের বিভিন্ন এলাকায় মুরগীর বিষ্ঠা (বর্জ) ফেলে পরিবেশ দুষণ করছে। মুরগি খামারের বিষ্ঠা ও পরিবেশ দুষনকারী বর্জ্য প্রতিনিয়ত খোলা স্থানে  ফেলায় ভয়াবহ পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা খামার বন্ধ অথবা অন্যত্র সরিয়ে নেবার দাবি করেছেন। তারা বলেন,পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ব্যতিত নাবিল গ্রুপ অবৈধভাবে লোকালয়ে মুরগি খামার গড়ে তুলেছেন। তাদের দুষণ সন্ত্রাস বন্ধ না হলে তারা ফার্ম বন্ধের জন্য প্রয়োজন হলে আন্দোলন করবেন।
এদিকে মুচলেকা দিয়ে আটক ট্রাক ছাড়িয়ে পর আবারো তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) মাড়িয়া জোকার পাড়া গ্রামের রাস্তার ধারের একটি পুকুর পাড়ে তারা মুরগির বিষ্ঠা ফেলেছে। এতে এলাকায় ছড়িয়ে পড়েছে চরম দুর্গন্ধ। মারা যাচ্ছে লীজকৃত ওই পুকুরের মাছ। মুরগির বিষ্ঠ ফেলায় পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধে আশে পাশের জমিতেও চাষাবাদ করতে যেতে পারছেন না কৃষকরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।গ্রামবাসী বলেন, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে নাবিল ফার্মের মুরগির বিষ্ঠা ড্রাম ট্রাকে করে  ফেলে পালিয়ে যায়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। মাড়িয়া জোকারপাড়া গ্রামের বাসিন্দারা বলেন, এই পুকুরের পানি তারা সেচ, রান্না ও গৃহস্থালির কাজে ব্যবহার করতেন। মুরগির বিষ্ঠা ফেলার পর পানির দূষণে এখন তা আর সম্ভব হচ্ছে না। পুকুরের মাছগুলো মরে ভেসে উঠছে, এবং জমিতে সেই পানি ব্যবহার করে কোনো চাষাবাদ করা যাচ্ছে না।
এবিষয়ে বাধাইড় ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য(মেম্বার) আসগর আলী বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে পুকুরে মুরগির বিষ্ঠা ফেলা হয়েছে। এর আগেও বেশ কয়েকবার গভীর রাতে মুরগির বিষ্ঠা ফেলে গেছে।তিনি বলেন, স্থানীয়রা এসব ড্রাম ট্রাক আটকালে কোম্পানির লোকজন তাদের নানা প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
প্রসঙ্গত, গত বুধবার রাতে  দুটি ড্রাম ট্রাক তানোরের ব্রুরুজ এলাকায় আটক করে পুলিশের সোপর্দ করেন গ্রামবাসী। তারা পরে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, তানোরের কোথাও মুরগির বিষ্ঠা না ফেলার মুচলেকা দিয়ে নাবিল পোল্ট্রি ফার্মের কর্মকর্তারা ট্রাক নিয়ে গেছেন। মাড়িয়ে জোকার পাড়ার বিষ্ঠা ফেলার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টিকা প্রদানে সারাদেশে সবচেয়ে এগিয়ে রাজশাহী বিভাগ

টিকা প্রদানে সারাদেশে সবচেয়ে এগিয়ে রাজশাহী বিভাগ