ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা কুমিল্লায় গোমতী নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি লুট, ঝুঁকিতে বাঁধ ও ফসলি জমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোহনপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি পটিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শওকত সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত ভিন্ন দেশ–ভাষা পেরিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণীর সুখী দাম্পত্য রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন নগরীর পবায় মাদক কারবারী কুলসুম ও চন্দ্রিমা থানায় আরিফ গ্রেফতার রাজশাহী সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ ঢাকা–১৪ আসনে এমপি পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুকে ট্র্যাবের বিশেষ সম্মাননা চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-৩ সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে প্রাণ গেল শিশুর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

মুচলেকা দেয়ার পর ফের একই কাজ তানোরে নাবিল গ্রুপের দুষণ সন্ত্রাস বন্ধ হবে কি

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৫:১৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৫:১৬:৫৮ অপরাহ্ন
মুচলেকা দেয়ার পর ফের একই কাজ তানোরে নাবিল গ্রুপের দুষণ সন্ত্রাস বন্ধ হবে কি মুচলেকা দেয়ার পর ফের একই কাজ তানোরে নাবিল গ্রুপের দুষণ সন্ত্রাস বন্ধ হবে কি
 
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী কাঁকনহাট  পৌর এলাকার গড়গড়ায় নাবিল গ্রুপের মুরগি খামারের মুরগির বিষ্ঠার (বর্জ্য) দুর্গন্ধে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রাঁতের আঁধারে তারা তানোরের বিভিন্ন এলাকায় মুরগীর বিষ্ঠা (বর্জ) ফেলে পরিবেশ দুষণ করছে। মুরগি খামারের বিষ্ঠা ও পরিবেশ দুষনকারী বর্জ্য প্রতিনিয়ত খোলা স্থানে  ফেলায় ভয়াবহ পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা খামার বন্ধ অথবা অন্যত্র সরিয়ে নেবার দাবি করেছেন। তারা বলেন,পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ব্যতিত নাবিল গ্রুপ অবৈধভাবে লোকালয়ে মুরগি খামার গড়ে তুলেছেন। তাদের দুষণ সন্ত্রাস বন্ধ না হলে তারা ফার্ম বন্ধের জন্য প্রয়োজন হলে আন্দোলন করবেন।
এদিকে মুচলেকা দিয়ে আটক ট্রাক ছাড়িয়ে পর আবারো তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) মাড়িয়া জোকার পাড়া গ্রামের রাস্তার ধারের একটি পুকুর পাড়ে তারা মুরগির বিষ্ঠা ফেলেছে। এতে এলাকায় ছড়িয়ে পড়েছে চরম দুর্গন্ধ। মারা যাচ্ছে লীজকৃত ওই পুকুরের মাছ। মুরগির বিষ্ঠ ফেলায় পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধে আশে পাশের জমিতেও চাষাবাদ করতে যেতে পারছেন না কৃষকরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।গ্রামবাসী বলেন, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে নাবিল ফার্মের মুরগির বিষ্ঠা ড্রাম ট্রাকে করে  ফেলে পালিয়ে যায়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। মাড়িয়া জোকারপাড়া গ্রামের বাসিন্দারা বলেন, এই পুকুরের পানি তারা সেচ, রান্না ও গৃহস্থালির কাজে ব্যবহার করতেন। মুরগির বিষ্ঠা ফেলার পর পানির দূষণে এখন তা আর সম্ভব হচ্ছে না। পুকুরের মাছগুলো মরে ভেসে উঠছে, এবং জমিতে সেই পানি ব্যবহার করে কোনো চাষাবাদ করা যাচ্ছে না।
এবিষয়ে বাধাইড় ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য(মেম্বার) আসগর আলী বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে পুকুরে মুরগির বিষ্ঠা ফেলা হয়েছে। এর আগেও বেশ কয়েকবার গভীর রাতে মুরগির বিষ্ঠা ফেলে গেছে।তিনি বলেন, স্থানীয়রা এসব ড্রাম ট্রাক আটকালে কোম্পানির লোকজন তাদের নানা প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
প্রসঙ্গত, গত বুধবার রাতে  দুটি ড্রাম ট্রাক তানোরের ব্রুরুজ এলাকায় আটক করে পুলিশের সোপর্দ করেন গ্রামবাসী। তারা পরে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, তানোরের কোথাও মুরগির বিষ্ঠা না ফেলার মুচলেকা দিয়ে নাবিল পোল্ট্রি ফার্মের কর্মকর্তারা ট্রাক নিয়ে গেছেন। মাড়িয়ে জোকার পাড়ার বিষ্ঠা ফেলার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ