ঢাকা , সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ , ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘চাহিদা মেটাতে করণের সঙ্গে প্রেম করেছিলাম’: আনুশা দাণ্ডেকার অবশেষে ‘নতুন’ সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রেরণা! বাংলাদেশে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত: বিক্রম মিশ্রি ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, তারাও ভোট দিতেন: সিইসি চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গাজায় এখনও বোমা ফেলছে ইসরায়েল, নিহত ৬৩ টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত আল্লাহর রহমত লাভের ৩ আমল স্ক্রিনশট ফাঁস করে সতর্ক করলেন নুসরাত ফারিয়া ফ্লোটিলার যাত্রীদের ওপর ভয়াবহ নির্যাতন, পান করতে হয়েছে টয়লেটের পানি নাটোরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ‘দেশের গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানো জরুরি’: প্রধান উপদেষ্টা কাশির সিরাপ শিশুর জন্য ক্ষতিকর, কাশি, ওষুধের বদলে কী কী খেলে কাজ হবে বেশি? বন্যায় বিপর্যস্ত নেপালে মৃত ৫১ জন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান-সহকারী প্রধান নিয়োগ বন্ধ রাখার নির্দেশ মারধর থেকে এক ব্যক্তিকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা নিয়ামতপুরে ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

‘ইরানে না যেতে আমেরিকানদের সতর্ক করল ট্রাম্প

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১২:২০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১২:২০:৪৭ অপরাহ্ন
‘ইরানে না যেতে আমেরিকানদের সতর্ক করল ট্রাম্প ‘ইরানে না যেতে আমেরিকানদের সতর্ক করল ট্রাম্প
আমেরিকানদের ইরানে না যাওয়ার পরামর্শ দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকার বিদেশ দফতর বিজ্ঞপ্তি জারি করে এই বার্তা দিয়েছে। বিশেষত, আমেরিকা-ইরান দ্বৈত নাগরিকত্বপ্রাপকদের আরও বেশি সতর্ক হওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। ইরানে ভ্রমণ ‘গুরুতর ঝুঁকি’ হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়েছে, ‘‘বোমা হামলা বন্ধ হয়ে গিয়েছে মানে এই নয় যে, এখন ইরানে ভ্রমণ নিরাপদ।’’ ট্রাম্প প্রশাসনের দাবি, ইরান দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি দেয় না। শুধু তা-ই নয়, তেহরান কর্তৃপক্ষ আমেরিকানদের ইরানে ঢুকতে দিতে চান না।

মার্কিন বিদেশ দফতরের তরফে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে। ইরানে আমেরিকানদের নির্বিচারে আটক করার বিষয় উল্লেখ করে যাবতীয় তথ্য প্রদান করা হয়েছে ওই ওয়েবসাইটে। উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে ইরানের আচরণ নিয়ে অতীতে বার বার উদ্বেগপ্রকাশ করেছে আমেরিকা। সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েক জন ইরান-আমেরিকানকে আটক করেছেন তেহরান কর্তৃপক্ষ। সেই সব বিষয় উল্লেখ করেই ইরানে না যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন।

ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত এবং তাতে আমেরিকার যোগ দেওয়ার পর থেকে উত্তপ্ত পশ্চিম এশিয়া। গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে ‘রাইজ়িং লায়ন’ অভিযান শুরু করে ইজ়রায়েল। বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের মূল লক্ষ্যই ছিল ইরানের পরমাণুকেন্দ্রগুলি। অভিযানের সময় ইরানের দুই পরমাণুকেন্দ্র নাতান্‌জ় এবং ফোরডোতে হামলা চালায় ইজ়রায়েলের সেনাবাহিনী। বিমান হামলায় ইরানের বেশ কয়েক জন সামরিক প্রধান এবং পরমাণুবিজ্ঞানীর মৃত্যু হয়। পাল্টা হামলা চালায় ইরানও। দুই দেশের মধ্যে যুদ্ধে ঢুকে পড়ে আমেরিকাও। ইরানের পারমাণবিক পরিকাঠামো ধ্বংস করার লক্ষ্যে গত ২২ জুন বিমান হামলা চালায় মার্কিন সেনা। আমেরিকার প্রেসিডেন্ট হামলার পর দাবি করেন, ইরানের পরমাণুকেন্দ্র ধ্বংস করতে সফল হয়েছেন।

আমেরিকার হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। এই সামরিক উত্তেজনার মধ্যেই ট্রাম্প জানান, ইরান এবং ইজ়রায়েল দুই দেশই যুদ্ধবিরতিতে রাজি। ওয়াশিংটনও চায় না তেহরানের সঙ্গে সংঘাতে জড়াতে। শুধু তা-ই নয়, ইরানের সঙ্গে পরমাণুচুক্তির জন্য আলোচনা করতে চান বলেও দাবি করেন আমেরিকা। যদিও এখনও পর্যন্ত এই আলোচনা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে বলে দাবি অনেকের। সেই আবহে ইরান ভ্রমণ নিয়ে সতর্ক করল ট্রাম্প প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫