ঢাকা , বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত সচিবালয় অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ ৩৮ বছর বয়সে প্রথমবার ‘বিশ্বসেরা’ হলেন রোহিত সিংড়ায় স্বাস্থ্য সেবা নিয়ে ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের মতবিনিময় সভা ভেবেছিলাম ৩০-এর পর বিয়ে করে সংসার করব: তামান্না চুয়াডাঙ্গায় বোনকে দাফন করতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি করপোরেশনে তালা দিয়ে শ্রমিকদের বিক্ষোভ গ্রাম আদালতে অসামান্য অবদানের সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক যে কারণে আবশ্যক! ভাতিজার হাতে চাচা খুন, ২নং আসামি রফিক শেখ গ্রেফতার নারীদের সিজদা করার সঠিক নিয়ম শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা ব্রেকফাস্টে কলার সঙ্গে সামান্য গোলমরিচ! শুনতে অদ্ভুত এই কম্বোর উপকার অনেক অভিনয় করেও 'কল্কি ২৮৯৮ এডি' থেকে বাদ পড়ল দীপিকার নাম বেঞ্জেমার নক আউট পাঞ্চে ধরাশায়ী আল নাসের! চৌত্রিশের বিশ্বকাপ ‘গগনচুম্বী’ স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা সৌদি আরবের গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৯০ ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে নিহত ৬৪ নির্বাচন না-ও হতে পারে, কিন্তু জুলাই সনদ সবার আগে হতে হবে: জামায়াত নেতা তাহের ফেস প্যাক মাখারও উপযুক্ত সময় কখন জানেনিন

ভিটামিন ডি-র অভাবে হলে যেসব অসুখের ঝুঁকি বাড়ে

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৯:০৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৯:০৩:০০ অপরাহ্ন
ভিটামিন ডি-র অভাবে হলে যেসব অসুখের ঝুঁকি বাড়ে ফাইল ফটো
হাড় মজবুত করতে সাহায্য করে ভিটামিন ডি, এ কথা প্রায় সকলেই জানেন। কিন্তু জানেন কি ভিটামিন ডি-র অভাব শুধু হাড় ভঙ্গুরের মতো সমস্যা নয়, আরও অনেক অসুখের জন্ম দিতে পারে? বাড়িয়ে দিতে পারে অনেক মারাত্মক সব রোগের ঝুঁকি।

খাদ্য থেকে ক্যালশিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন। ক্যালশিয়াম এবং ভিটামিন ডি দুইই হাড় মজবুত করতে সাহায্য করে। ফলে ভিটামিন ডি-র অভাব হলে হাড় ভঙ্গুর হয়ে পড়ে। হাড়ে ব্যথা হয়।

সাধারণত মানব শরীরে ত্বকেই এই ভিটামিন তৈরি হয় সূর্যালোকের উপস্থিতিতে। কিন্তু সমস্যা অন্যত্র। ইংল্যান্ডের ‘সায়েন্টিফিক রিপোর্ট’ নামে একটি জার্নালে প্রকাশিত ২০২৪ সালের একটি সমীক্ষা রিপোর্ট বলছে, দক্ষিণ ভারতের শহরতলি এবং গ্রামীণ এলাকায় অনেকের মধ্যেই ভিটামিন ডি-এর ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। তার আগে উত্তর ভারতেও সমীক্ষা চলেছে। যেখানে দেখা গিয়েছে প্রাপ্তবয়স্কদের একটি অংশে ভিটামিন ডি-এর ঘাটতির মাত্রা ৯১.২ শতাংশ। দেখা গিয়েছে, ভারতে পঞ্চাশোর্ধ্বদের ক্ষেত্রে সেই মাত্রা আরও বেশি ৯৪ শতাংশ।

যেসব অসুখের ঝুঁকি বাড়তে পারে-
টাইপ ২ ডায়াবিটিস: ভিটামিন ডি ইনসুলিন হরমোন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। ভিটামিন ডি-র ঘাটতি হলে, অর্থাৎ শরীরে প্রয়োজনীয় মাত্রার চেয়ে তা কম থাকলে শর্করা বিপাকে প্রভাব পড়ে। তার ফলেই টাইপ ২ ডায়াবিটিসের ঝুঁকি বেড়ে যায়। ২০১৮ সালে ভিটামিন ডি সাপ্লিমেন্ট সংক্রান্ত একটি গবেষণা হয়েছিল। তার ফলাফলে দেখা যায়, সাপ্লিমেন্ট রক্তে গ্লুকোজের মাত্রার ওঠাপড়া নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে।

অবসাদ: মন ভাল রাখতে মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটার। ভিটামিন ডি-র মাত্রা কমে গেলে, সেরোটোনিনের ক্ষরণ কমে যেতে পারে। তার প্রভাবে সুখানুভূতি কমতে পারে। চিকিৎসকেরা বলেন, ভিটামিন ডি-র অভাব ক্লান্তি, অবসাদের জন্ম দিতে পারে। ‘ব্রিটিশ জার্নাল অফ সাইকিয়াট্রি’-তে ২০১৩ সালে প্রকাশিত ভিটামিন ডি-এর ঘাটতি সংক্রান্ত একটি গবেষণার ফল বলছে, এই ভিটামিনের অভাব অসবাদগ্রস্ত করে তুলতে পারে।

ক্যানসার: কোনও কোনও ধরনের ক্যানসারের সঙ্গে ভিটামিন ডি-র ঘাটতির সম্পর্ক রয়েছে। কোলোরেক্টাল, স্তন, প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে ভিটামিন ডি কমে গেলে। কোলোরেক্টাল ক্যানসারের চিকিৎসায় এবং ভিটামিন ডি-র ভূমিকা নিয়ে একটি গবেষণা হয়েছিল ২০১৫ সালে ‘এমডিপিআই’ নামক জার্নালে। সেখানে ক্যানসারের চিকিৎসায় ভিটামিনের ভূমিকার কথা স্বীকৃত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত