ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নগরীতে বিনমূল্যে টাইফয়েড টিকা পাবে ১ লাখ ৩৫ হাজার শিশু পুণ্ড্র ইউনিভার্সিটিতে শিক্ষাদান পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেখা মিলল বিরল আকর্ষণীয় জলচর পাখি নগরীর সাধুর মোড়ে সাইকেল-সহ দুই চোর গ্রেফতার বড় শত্রুকে কখনোই চেনা যায় না নওগাঁয় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি তানভীর ২২ ঘণ্টার মধ্যে গ্রেফতার রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রাজধানীতে ১৩ বছরের শিশুকে ধর্ষণ জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ৭ ধরণের পুরুষকে মিলনে না বলতে পারেন না মেয়েরা ‘মানবতাবিরোধী মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিচারে বাধা নেই’ ৬ ঘণ্টার ঘুম যথেষ্ট নয়! এতেই বাড়ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি লন্ডনে ভয়াবহ রূপ নিল অভিবাসন-বিরোধী মিছিল পাটানির বাড়ি লক্ষ্য করে গুলি, মুখ খুললেন অভিনেত্রীর বাবা নেত্রকোণায় স্পিডবোট ডুবি: আরও দুজনের মরদেহ উদ্ধার ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা বেকার ছেলে বিয়ে করবেন কোটিপতি তানিয়া কক্সবাজারে স্বামীকে খুন করে স্ত্রীকে ধর্ষণ, ঘাতক আটক

গোদাগাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা!

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৫:২৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৫:২৯:৩৪ অপরাহ্ন
গোদাগাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা! গোদাগাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা!
রাজশাহীর গোদাগাড়ীতে প্রকাশ্যে হামলা মনিরুল ইসলাম (৪৭) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার (৬ জুলাই) রাত ৯ টার দিকে গোদাগাড়ী থানার আইহাই গ্রামের সাগরাম মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম গোদাগাড়ী থানার নারায়নপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় ডেকোরেটর ব্যাবসায়ী ও জমি কেনাবেচা করেন। 

এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৩ জনকে আসামী করে গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের করেছে ।

হত্যা মামলার আসামীরা হলেন, মোঃ আশরাফুল ইসলাম (৬০), মোঃ মফিজুল ইসলাম (৫০), মোঃ সাদ্দাম হোসেন (৩৭), মোঃ আকবর আলী (২৮), মোঃ বাবর আলী (১৯), মোঃ হানিফ (২৯), মোঃ রমজান আলী (২০) সহ  অজ্ঞাতনামা আরও ৫-৬ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জমি সংক্রান্ত কাজে মনিরুল ইসলাম আমনুরায় গিয়েছিলেন। সেখান থেকে কাজ শেষে রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে সাগরাম মোড়ে আব্দুল হাকিমের চায়ের দোকানের সামনে পৌঁছালে প্রতিপক্ষের ১০-১২ জন দূর্বৃত্তরা লাঠি, রড ও লোহার পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চলিয়ে মনিরুলকে এলোপাথাড়ি পেটায়। এ সময় সে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে গেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা মনিরুলকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার  অবস্থার অবনসতি ঘটে। এরপর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, মনিরুল ইসলামের পূর্বে প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। সেই মামলা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

এ ব্যপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের করেছেন। মঙ্গলবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তন্তর করা হয়েছে। 
আসামিদের গ্রেফতারের অভিযান শুরু করেছে পুলিশ বলেও জানান ওসি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত