ময়মনসিংহের ফুলপুরে মাদক সেবন ও তরুণদের উৎসাহিত করার অভিযোগে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামে অভিযান চালিয়ে এ শাস্তি দেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম মহর আলী (৫৫)। তিনি উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, দীর্ঘদিন ধরে মহর আলী নিজ বাড়িতে মাদকের আসর বসাতেন। এতে প্রভাবিত হয়েছেন এলাকার অনেক যুবক। খবর পেয়ে অভিযুক্ত মহর আলীর বাড়িতে অভিযান চালান ফুলপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা ও উপজেলা সহকারী কমিশননার (ভূমি) মেহেদী হাসান ফারুক। পরে অভিযুক্তকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ শাস্তি দেওয়া হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকের পর রাতেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
                           অভিযুক্ত ব্যক্তির নাম মহর আলী (৫৫)। তিনি উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, দীর্ঘদিন ধরে মহর আলী নিজ বাড়িতে মাদকের আসর বসাতেন। এতে প্রভাবিত হয়েছেন এলাকার অনেক যুবক। খবর পেয়ে অভিযুক্ত মহর আলীর বাড়িতে অভিযান চালান ফুলপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা ও উপজেলা সহকারী কমিশননার (ভূমি) মেহেদী হাসান ফারুক। পরে অভিযুক্তকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ শাস্তি দেওয়া হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকের পর রাতেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
 
  অনলাইন ডেস্ক
 অনলাইন ডেস্ক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                