ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪

তানোরে রিসিভার সম্পত্তি জবরদখলের অভিযোগ

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৯:৩০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৯:৩০:৩৯ অপরাহ্ন
তানোরে রিসিভার সম্পত্তি জবরদখলের অভিযোগ তানোরে রিসিভার সম্পত্তি জবরদখলের অভিযোগ।
রাজশাহীর তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে রিসিভার সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে।উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) বনকেশর চকপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানান, গত ৬ জুলাই রোববার দুপুরে বনকেশর চকপাড়া গ্রামে এসব জমি জবরদখলের ঘটনা ঘটেছে। বনকেশর চকপাড়া গ্রামের এরশাদ আলীর পুত্র মুঞ্জুর রহমানের নেতৃত্বে তার লোকজন লাঠিসোঁটা নিয়ে জমিতে হাল চাষ করেছে। এঘটনায় বিবাদমান দুপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে একইদিন বনকেশর চকপাড়া গ্রামের রফিকুল ইসলাম বাদি হয়ে একই গ্রামের এরশাদ আলীর পুত্র মুঞ্জুর রহমানকে প্রধান করে ১৮ জনের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অন্যদিকে রফিকুল ইসলামের লিখিত অভিযোগে বলা হয়েছে, নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি সংক্রান্তে বিবাদীগণের বিরুদ্ধে আমিসহ আমার ভাই রেজাউল (৩৫) ও চাচা  আনারুল (৫৫) বাদী হইয়া বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। যাহার মামলা নং-৪৮ পি/২০২৫ (তানোর), পূর্বের প্রসেস নং-২৩৪, তারিখ-২৩/০১/২০২৫ খ্রিঃ, ধারা। ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ, পরবর্তী প্রসেস নং-২৫৫, তারিখ-২৯/০১/২০২৫ খ্রিঃ, ধারা। ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ। উক্ত মামলাটি আদালতে চলমান আছে। উক্ত মামলা দায়ের এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালতের আদেশক্রমে তানোর থানা কর্তৃক নোটিশ প্রদান করিয়া উভয় পক্ষকে মামলাধীন বিরোধীয় নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তিতে শান্তি-শৃংখলা ভঙ্গ না করার জন্য নিষেধাজ্ঞা প্রদান করেন। অথচ উক্ত বিবাদীগণ বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করিয়া বিরোধীয় জমিতে থাকা আমাদের রোপনকৃত সরিষাখেত নষ্ট করিয়া অবৈধভাবে ঘর নির্মাণ করায় আমরা পুনরায় আদালতের স্বরণাপন্ন হয়। যাহার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে উভয় পক্ষের শুনানীর অন্তে আদেশ হয় যে, "নালিশী সম্পত্তির ফসল আহরণকে কেন্দ্র করে পক্ষগণের মধ্যে শান্তিভঙ্গের সমূহ সম্ভাবনা রয়েছে।

এমতাবস্থায় এ জমিতে রোপনকৃত সরিষা এবং ধান পরিপক্ক না হওয়া পর্যন্ত যাতে কোন পক্ষ ফসলের ক্ষতি করতে না পারেন সেজন্য এবং পরিপক্ক হওয়ার পরে এ সম্পত্তির ফসল উপযুক্ত কৃষক কর্তৃক কর্তন অন্তে মাড়াই পূর্বক বিক্রয় করতঃ বিক্রয়লব্ধ অর্থ নিজ জিম্মায় রাখার জন্য অফিসার ইনচার্জ, তানোর থানাকে রিসিভার নিয়োগ করা হলো। তিনি বর্ণিত কার্যক্রম গ্রহণ অন্তে এ আদালতে রিপোর্ট দাখিল করবেন।" যাহা পরবর্তীতে তানোর থানা কর্তৃক বিবাদীগণকে পুরনায় নোটিশের মাধ্যমে অবহিত করেন। তাহার পরেও উক্ত বিবাদীগণ বিজ্ঞ আদালত/তানোর থানার আদেশ অমান্য করিয়া মামলাধীন জমিতে থাকা রোপনকৃত সরিষা এবং ধান কাটিয়া লইয়াছে। যাহার মূল্য আনুমানিক চার লাখ সত্তর হাজার টাকা। বিবাদীগণ তাহাতেও ক্ষান্ত না হইয়া উক্ত জমি জবর-দখলের উদ্দেশ্যে গত ৬ জুলাই রোববার সকালে মামলাধীন নিম্ন তফসিল বর্ণিত জমিতে অনাধিকারে প্রবেশ করিয়া জমিতে বড় ট্রাক্টরদ্বারা হাল চাষ করাইতেছে এবং আমাদেরকে উদ্দেশ্য করিয়া প্রকাশ্যে হুমকী দিয়া বলিতেছে যদি কেউ আমাদের দখল কাজে বাধা প্রদান করিতে আসে তাকে প্রাণে মারিয়া ফেলিয়া এই জমিতেই পুতিয়া রাখিবো। তাতে যা হয় পরে দেখা যাবে। বর্তমানে যদি আমি সহ আমার লোকজন বিবাদীগণের জবর-দখলে বাধা প্রদান করিতে যায় আইন-শৃংখলা বিঘ্ন সহ মারামারি ও প্রাণনাশের সম্ভবনা আছে।

উল্লেখ্য, তানোর থানার নন এফআইআর প্রসিকিউশন নং-১১/২০২৫, তারিখ-২৬/০১/২০২৫, ধারা: ১০৭/১১৭ (৩) ফৌঃ কাঃ বিঃ, তানোর থানার জিডি নং-১২১২, তারিখ-২৬/০১/২০২৫ খ্রিঃ মতে উক্ত বিবাদীগণ উপরোক্ত কার্যক্রম পরিচালনা করিবে না মর্মে বিজ্ঞ আদালতে মুচলেকা প্রদান করার পরেও উপরোক্ত কার্যক্রম চালাইতেছে। 

এমতাবস্থায় জেলা জজ আদালত, রাজশাহীর রিভিশন মামলা নং-৪৬, তারিখ-৩০/০১/২০২৫ খ্রিঃ এর আদেশ স্থগিত করত: অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রিট আদালত, রাজশাহী এর মামলা নং-৪৮/পি, তারিখ-২৩/০১/২০২৫ ও ২৮/০১/২০২৫ খ্রিঃ এর আদেশ বহাল রাখিয়া মহামান্য হাইকোর্ট ডিভিশন, ঢাকা এর মামলা নং-৪০৭৪৬, ০১/০৬/২০২৫ খ্রিঃ এর আদেশ অনুযায়ী বিবাদীগণের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানাইতেছি।

এবিষয়ে জানতে চাইলে তানোর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ঘটনা স্থল পরিদর্শন করে বিবাদীদের জমিতে হালচাষ বন্ধ করতে বলা হয়েছে। তিনি বলেন, উভয পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় ডাকা হয়েছে।এবিষয়ে জানতে মুঞ্জুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটা বন্ধ পাওয়া যায়,খুদে বার্তা দিয়েও কোনো সাড়া না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব