দিনাজপুরের ফুলবাড়ীতে বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে চলন্ত ট্রাকের ধাক্কায় ট্রাকের নিচে চাপা পড়ে মানিক রহমান (২৬) নামের ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ট্রাক চালক মঈনুল ইসলাম (৪৮) গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় ট্রাক চালক মঈনুল ইসলাম (৪৮) গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার (১৩ মে) রাত পৌণে ১২ টার দিকে ফুলবাড়ী- দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকার মডেল সমজিদের সামনের সড়কে।
নিহত ট্রাক্টর চালক মানিক রহমান চিরিরবন্দর উপজেলা দল্লা গ্রামের হবিবর রহমানের ছেলে এবং আহত ট্রাক চালক মঈনুল ইসলাম ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৩ মে) রাত পৌণে ১২টার দিকে একটি ধান বোঝাই ট্রাক্টর ফুলবাড়ী থেকে আমবাড়ী অভিমুখে যাওয়ার পথে উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকার মডেল মসজিদের সামনে আঞ্চলিক সড়কে চাকার বিয়ারিং ভেঙে যায়। এ সময় ওই সড়কেও ট্রাক্টরটি দাঁড় করিয়ে চালক মানিক রহমান ট্রাক্টর মেরামত করছিলেন। এ সময় একইদিক থেকে আসা (বগুড়া-ট-১১-
১২৬৬) একটি খালি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাক্টর চালক মানিক রহমান ও ট্রাক চালক দুইজনেই গুরুতর আহত হন। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টর চালক মানিক রহমানকে মৃত ঘোষণা করেন এবং ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, বুধবার (১৪ মে) নিহত ট্রাক্টর চালক মানিক রহমানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও ট্রাক্টর উদ্ধার করে থানায় আনা হেেছ। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে।
 
  কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
 কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                