ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪ দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা কুমিল্লায় গোমতী নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি লুট, ঝুঁকিতে বাঁধ ও ফসলি জমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোহনপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি পটিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শওকত সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত ভিন্ন দেশ–ভাষা পেরিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণীর সুখী দাম্পত্য রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন নগরীর পবায় মাদক কারবারী কুলসুম ও চন্দ্রিমা থানায় আরিফ গ্রেফতার রাজশাহী সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ ঢাকা–১৪ আসনে এমপি পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুকে ট্র্যাবের বিশেষ সম্মাননা

‘মব’ তৈরি করে ট্রিপল মার্ডার: নেতৃত্বে চেয়ারম্যান-মেম্বার

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন
‘মব’ তৈরি করে ট্রিপল মার্ডার: নেতৃত্বে চেয়ারম্যান-মেম্বার ‘মব’ তৈরি করে ট্রিপল মার্ডার: নেতৃত্বে চেয়ারম্যান-মেম্বার
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মব গঠনের মাধ্যমে একই পরিবারের এক নারী ও তার দুই সন্তানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার মূল নেতৃত্বে ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ ও সদস্য বাচ্চু মিয়া। হামলায় গুরুতর আহত হয়েছেন নিহত নারীর আরেক মেয়ে, যিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে চেয়ারম্যান-মেম্বারের নেতৃত্বে একদল লোক রোকসানা আক্তার রুবির (৫৫) বাড়ি ঘেরাও করে হামলা চালায়। প্রাণ হারান রুবি ও তার সন্তান রাসেল মিয়া (২৮) ও তাসফিয়া আক্তার জোনাকি (২৯)। আহত হন আরেক মেয়ে রুমা আক্তার (২৬)।

মূল ঘটনার সূত্রপাত হয় স্থানীয় ওষুধের দোকান থেকে একটি মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে। অভিযুক্ত তরুণ মারুফ ছিলেন নিহত জোনাকির স্বামী মনির হোসেনের সহযোগী। মোবাইল চুরির অভিযোগে স্থানীয় মেম্বারদের নেতৃত্বে মারুফকে মারধর করা হলে, রুবি তাকে ছাড়াতে গিয়ে বিরোধে জড়ান। এই বিরোধ থেকেই পরদিন সকালেই মর্মান্তিক এই হামলা ঘটে।

রুবির আরেক মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৬ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে অন্তত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন ইউপি সদস্য বাচ্চু মিয়াও। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও র‍্যাব জানিয়েছে, নিহতদের মাথায় ভারী বস্তু ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের মতে, হামলার সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরদিন জানাজা ও দাফনে অংশ নিতে পারেন মাত্র ৮–৯ জন। ঘটনার পর থেকে কড়ইবাড়ি গ্রামের অধিকাংশ পুরুষ পলাতক।

র‍্যাব-১১–এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “মূলত একটি মোবাইল চুরিকে কেন্দ্র করেই এমন নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।” এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত