ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে কারখানার বর্জ্য নিষ্কাশিত পানিতে অবরুদ্ধ ৪৫ পরিবার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার লংমার্চে বাধা দেওয়ায় সাঁতরে পদ্মা পার হতে গিয়ে আহত ২ বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার রবিন ডাকাতের আসছে মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর মা হবেন রাভিনা ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব বিএনপির উৎসব না করার নির্দেশ তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বাম দলগুলো ৩০০ আসনে ভোটের প্রস্তুতি নিয়ে জোট করছে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ এ শতাব্দীতেই বিলুপ্ত হতে পারে শীত, ১৮% এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল? পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির তৃণমূলে হৃদয়ে রক্তক্ষরণ রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা জাল সনদে চাকরি ও প্রতারণার দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড

অতিথি হোটেলের ফ্রিজে পঁচা মংসা! ১০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১২:১৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ১২:১৯:৫৯ পূর্বাহ্ন
অতিথি হোটেলের ফ্রিজে পঁচা মংসা! ১০ হাজার টাকা জরিমানা অতিথি হোটেলের ফ্রিজে পঁচা মংসা! ১০ হাজার টাকা জরিমানা
অতিথি হোটেলের ফ্রিজে পঁচা মংসা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (৪ জুলাই) রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে অবস্থি অতিথি হোটেলে এই জরিমানা আদায় করা হয়। 

এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলাপ-চারিতা করতে দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায় শুক্রবার অতিথি হোটেলে ভ্রাম্যমান আদালত ঝাটিকা অভিযান পরিচালনা করেন। ওই সময় হোটেলের ফ্রিজে পঁচা মাংস পেয়ে হোটেলের মালিককে ১০হাজার টাকা জরিমানা আদায় করেন। তবে ভ্রাম্যমান আদালতের কোন কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা হয়েছে। তা জানাতে পারেননি।  

এদিন দিনগত রাত সাড়ে ১০টায় সংবাদ কর্মীরা হোটেলে গিয়ে অতিথি হোটেলে গিয়ে পচাঁ মাংসের বিষয়ে জানতে চাইলে, হোটেলের সুপার ভাইজার মোঃ জাহিদ বলেন, হোটেলে কি পচাঁ মাংস বিক্রয় করা সম্ভব? ওই ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একত্রে বক্সে সংরক্ষণ করার জন্যই মুলত এই জরিমানা করা হয়।

হোটেলের মালিক আইনুল হক সুপারভাইজার রনিকে থামিয়ে দিয়ে বলেন, না, না ফ্রিজে রান্নাকরা ও কাঁচা মাংস আলাদা আলদা বক্সেই ছিল। শুধুমাত্র খাবারের ওপর ঢাকনা না দেওয়ায় মশা-মাছি বসার কারণে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

এত বড় হোটেলে মশা-মাছিকে তো আর আটকিয়ে রাখা যায় না। তিনি আরও বলেন, এছাড়া আমি সকাল সকাল টাটকা তরিতরকারী ও মাংস বাজার থেকে নিয়ে এসে ভোর ৫টায় হোটেল খুলি। ঘটনার সময় আমি হোটেলে ছিলাম না। ম্যানেজার ছিল। তাকেই জিজ্ঞাসা করেন। 

ম্যানেজার রনি বলেন, হাইজিন মেইনটেইন না করার জন্য মুলত, আমাদের জরিমানা করা হয়েছে।

অভিযোগ উঠেছে অতিথি হোটেলের বিরুদ্ধে। অথিতি হোটেলের সামনের পুরো ফুটপাত দখল করে রেখেছেন। ফলে পথচারীদের চলাচলের রাস্তা মনোরম ফুটপাতটি ব্যবহার করতে পারেন না পথচারীরা। ফুটপাতটি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন স্থানীয়রা এবং সাধারণ পথচারীরা। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭