ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

মোবাইলে যেসব অ্যাপ থাকলে সাইবার প্রতারণায় ফাঁসবেন

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৬:১৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৬:১৫:৩৯ অপরাহ্ন
মোবাইলে যেসব অ্যাপ থাকলে সাইবার প্রতারণায় ফাঁসবেন ফাইল ফটো
মোবাইলে গুচ্ছ গুচ্ছ অ্যাপ ইনস্টল করে রেখেছেন? আসল-নকল না বুঝেই গুগ্‌ল প্লে স্টোর থেকে যেমন খুশি অ্যাপ ডাউনলোড করে ফেলার অভ্যাস অনেকেরই আছে। কোন অ্যাপ প্রয়োজনীয়, আর কোনটি থেকে বিপদ ঘটতে পারে, তা বোঝা খুবই জরুরি। গুগ্‌ল প্লে স্টোর ও অ্যাপল প্লে স্টোরে সেই সব অ্যাপ রয়েছে এবং অনেকের ফোনেও রয়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের তরফে সেই সব অ্যাপ অতি দ্রুত মুছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এমন অনেক ভুয়ো অ্যাপ নেটমাধ্যমে ছড়িয়ে রয়েছে যেগুলি একঝলক দেখলে বোঝার উপায় নেই যে, আসল না নকল। আর সেই সব অ্যাপের মাধ্যমেই ক্ষতিকর ম্যালঅয়্যার ছড়িয়ে দিচ্ছে হ্যাকারেরা। না বুঝে এমন কোনও অ্যাপ ইনস্টল করে ফেললেই আপনার ফোন বা ডিভাইসের নিয়ন্ত্রণ অন্যের কব্জায় চলে যেতে পারে। তা ছাড়া সেই সব অ্যাপের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য যে কোনও মুহূর্তে বেহাত হয়ে যেতে পারে। প্লে স্টোরে বিপজ্জনক ম্যালঅয়্যার যুক্ত বেশ কিছু অ্যাপের হদিস পাওয়া গিয়েছে। এই অ্যাপগুলি ফোনে থাকলেই সাইবার অপরাধীদের জালে জড়িয়ে পড়তে পারেন যে কেউ।

কোন কোন অ্যাপ ক্ষতিকারক?
‘এসওইএক্স ক্রিপ্টোকারেন্সি অ্যাপ’ ফোনে ইনস্টল করে থাকলে, আজই মুছে দিন। সাইবার আধিকারিকেরা জানাচ্ছেন, এই অ্যাপটি বহু মানুষ তাঁদের ফোনে ইনস্টল করে রেখেছেন। গুগ্‌ল প্লে স্টোর থেকে অন্তত ১০ হাজার বার ডাউনলোড করা হয়েছে অ্যাপটি। এটি আসলে ম্যালঅয়্যার। এর থেকে প্রতারিত হওয়ার আশঙ্কা আছে।

আর একটি অ্যাপ হল ‘টিকটক ক্লোন অ্যাপ’। এটিও অনেকের ফোনে আছে। সাইবার নিরাপত্তা বিভাগ জানিয়েছে, এই অ্যাপটি ব্যাঙ্ক ও অনলাইন লেনদেনের তথ্য হাতিয়ে নিচ্ছে। ফোনে থাকলে, ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় তথ্য হ্যাকারদের কব্জায় চলে যাবে।

‘ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ’ এবং ‘আর্ট ফিল্টার’ অ্যাপ দু’টিও ক্ষতিকর। এই সব অ্যাপ থেকে ফোনের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অ্যাপ দু’টিতেও ম্যালঅয়্যারের হদিস পাওয়া গিয়েছে। 'জিপিএস লোকেশন ফাউন্ডার', 'আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি', 'স্মার্ট কিউ-আর ক্রিয়েটর' অ্যাপগুলি থেকেও সাবধান থাকতে বলা হচ্ছে।

নতুন যে কোনও অ্যাপ ইনস্টল করার আগে দেখে নিতে হবে, সেই অ্যাপটির উৎস কী। অর্থাৎ ডেভেলপারের নাম, তৈরির সময় আর কী কী ফিচার রয়েছে। অনেক সময়ে একই নামে একাধিক অ্যাপ থাকে প্লে স্টোরে। সে ক্ষেত্রে দেখে নিতে হবে, ব্যবহারকারীরা কী মতামত দিচ্ছেন, কত বার অ্যাপটি ইনস্টল করা হয়েছে, কোনও আপত্তিকর ছবি বা ভিডিয়োর লিঙ্ক এর সঙ্গে রয়েছে কি না। তেমন হলে সতর্ক হতে হবে। অ্যাপটি ইনস্টল করার সময়ে যদি দেখেন আপনার ফোনের অডিয়ো, ভিডিয়ো, ক্যামেরা, লোকেশন ও আরও কিছু ব্যক্তিগত তথ্যের অনুমতি চাইছে, তা হলে সেই অ্যাপটি ইনস্টল করবেন না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ