ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে কারখানার বর্জ্য নিষ্কাশিত পানিতে অবরুদ্ধ ৪৫ পরিবার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার লংমার্চে বাধা দেওয়ায় সাঁতরে পদ্মা পার হতে গিয়ে আহত ২ বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার রবিন ডাকাতের আসছে মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর মা হবেন রাভিনা ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব বিএনপির উৎসব না করার নির্দেশ তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বাম দলগুলো ৩০০ আসনে ভোটের প্রস্তুতি নিয়ে জোট করছে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ এ শতাব্দীতেই বিলুপ্ত হতে পারে শীত, ১৮% এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল? পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির তৃণমূলে হৃদয়ে রক্তক্ষরণ রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা জাল সনদে চাকরি ও প্রতারণার দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড

‘আমাকে পাকিস্তানি হিসেবে দিব্যি চালিয়ে দেওয়া যায়’: কারিনা কাপুর

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৫১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৫১:৫৪ অপরাহ্ন
‘আমাকে পাকিস্তানি হিসেবে দিব্যি চালিয়ে দেওয়া যায়’: কারিনা কাপুর ছবি: সংগৃহীত
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তান সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধ। এই মুহূর্তে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের ভারতে আসা-যাওয়া বন্ধ। পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে, সমাজমাধ্যমে পাকিস্তানি ক্রিকেটতারকা থেকে নায়ক-নায়িকাদের কার্যকলাপ দেখা যায় না ভারতে। কয়েক বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। দু’দেশের মধ্যে সৌজন্যের সম্পর্ক ছিল। প্রতিবেশী রাষ্ট্রের তারকারা ভারতে এসে কাজ করতেন। ভারতের তারকাদের সে দেশে জনপ্রিয়তার কথা কারও অজানা নয়। শাহরুখ খান থেকে মাধুরী দীক্ষিত কিংবা কারিনা কাপূরদের জনপ্রিয়তা ও হিন্দি ছবির প্রতি সে দেশের মানুষের ভালবাসার কথা অজানা নয়। এক সাক্ষাৎকারে করিনা মন্তব্য করে বসেন, তাঁকে পাকিস্তানি হিসেবে দিব্যি চালিয়ে দেওয়া যায়!

কারিনা তাঁর কেরিয়ারের শুরুতেই ‘রিফিউজি’ ছবিতে পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তার পর ‘কুরবান’ ছবিতেও প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসেবে তাঁকে দেখা যায়। এ ছাড়াও ২০১২ সালে পাকিস্তানে এক অনুষ্ঠানে অভিনেত্রী নিজেই জানান, স্বামী সাইফ আলি খানের বেশ কিছু আত্মীয়-পরিজন এখনও পাকিস্তানে রয়েছেন। তাঁরা প্রায়ই ফোন করে পাকিস্তানে আসার নিমন্ত্রণ জানান। করিনাও জানান, সময় সুযোগ পেলে নিশ্চয় যাবেন। পাশাপাশি কারিনা বলেন, ‘‘আমি কেরিয়ারের শুরুতেই পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। তাই হয়তো আমাকে পাকিস্তানি বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়।’’ করিনা বছর দশেক আগেও পাকিস্তানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। সেখানকার শিশুকন্যাদের পড়াশোনার গুরুত্ব কতটা, তা বোঝাতেই সেখানে যেতে চেয়েছিলেন।

মাসকয়েক আগে দুবাই গিয়েছিলেন কারিনা। সেখানে গিয়েই পাকিস্তানি পোশাকশিল্পী ফরাজ মানানের সঙ্গে দেখা হয় অভিনেত্রীর। অতীতেও একাধিক বার ফরাজের পোশাক সংস্থার ‘মুখ’ হিসেবে কাজ করেছেন করিনা। দুবাইয়েও তাঁরই বিপণি সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন করিনা। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন ফরাজ। পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানি পোশাকশিল্পীর সঙ্গে কারিনা কাপূর খানের সেই সব ছবি ঘিরে বিস্তর বিতর্ক হয়। এখন অবশ্য সবকিছু স্বাভাবিক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭