ঢাকা , বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

এশিয়ান কাপে ভালো করলেই ‘ফিফা বিশ্বকাপে’ খেলতে পারবেন ঋতুপর্ণারা!

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৭:৫৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৭:৫৫:০৪ অপরাহ্ন
এশিয়ান কাপে ভালো করলেই ‘ফিফা বিশ্বকাপে’ খেলতে পারবেন ঋতুপর্ণারা! এশিয়ান কাপে ভালো করলেই ‘ফিফা বিশ্বকাপে’ খেলতে পারবেন ঋতুপর্ণারা!
ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ জয়ে প্রথমবারের মতো নিশ্চিত হয়েছে মেয়েদের এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলা। এখন ২০২৬ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার পাশাপাশি বাংলাদেশের নারী দলের সামনে হাতছানি দিচ্ছে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০২৭ বিশ্বকাপে অংশগ্রহণের ঐতিহাসিক সুযোগ! কারণ এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব হবে বিশ্বকাপ বাছাইপর্বের অংশ।

এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে লাল-সবুজের মেয়েরা।

বাংলাদেশ নারী দল এখন পর্যন্ত নিশ্চিত হওয়া পাঁচ দলের একটি। এছাড়া স্বাগতিক হিসেবে সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। আগের আসরের সেরা তিন দল—চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান পেয়েছে সরাসরি অংশগ্রহণের টিকিট। 
২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ।

সিডনি, গোল্ড কোস্ট ও পার্থের স্টেডিয়ামগুলোতে হবে ম্যাচগুলো।
এই আসরের মধ্য দিয়েই নির্ধারিত হবে ২০২৭ নারী বিশ্বকাপের এশিয়ান প্রতিনিধিরা। 

এশিয়ান কাপ থেকে সরাসরি ছয়টি দল পাবে বিশ্বকাপের টিকিট। সেমিফাইনালে ওঠা চারটি দল সরাসরি যাবে ব্রাজিলে।

বাকি দুটি টিকিটের জন্য লড়বে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দল। সেখান থেকে জয়ী দুই দল পাবে টিকিট, বাকি দুই দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে।
বিশ্বকাপের পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্বও নির্ভর করবে এই এশিয়ান কাপের পারফরম্যান্সের ওপর। চূড়ান্ত পর্বে কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল খেলবে অলিম্পিকের বাছাইপর্ব। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা।

দুই গ্রুপ চ্যাম্পিয়ন পাবে অলিম্পিকের টিকিট।
এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ১২টি দল খেলবে তিনটি গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ ‘এ’-তে থাকবে স্বাগতিক অস্ট্রেলিয়া। বাকি ১১ দলের মধ্যে ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে গ্রুপ ভাগ।

সিডনি টাউন হলে আগামী ২৯ জুলাই ড্র অনুষ্ঠিত হবে। ফিফা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি পটে ভাগ করে রাখা হবে দলগুলো। বাংলাদেশের বর্তমান র‍্যাঙ্কিং ১২৮, তাই চার নম্বর পটেই থাকার সম্ভাবনা বেশি। 

গ্রুপ পর্ব শেষে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং সেরা দুটি তৃতীয় দল পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ