রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি লিটন এবং ইউসুফপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য গোলাম রাব্বানী।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ মে) গভীর রাতে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক, এসআই মুক্তার হোসেন, লালমিয়া, ও এএসআই সুমন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান।
অভিযানে নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছি গ্রাম ও ইউসুফপুর ইউনিয়নের টাঙ্গন গ্রামে অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন ও ১১৬ পিস ইয়াবাসহ লিটন ও রাব্বানীসহ মোট নয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছি গ্রামের শাজাহান আলীর ছেলে সাজাপ্রাপ্ত আসামি লিটন (৩৭), ইউসুফপুর ইউনিয়নের চক কাপাসিয়া গ্রামের আজাদ আলীর ছেলে যুবলীগ সদস্য গোলাম রাব্বানী (৪২), শফিকুল ইসলাম, মামুন, ইব্রাহীম, সাগর, সজীব, রাসেল ও দুলাল সরকার।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। তা
 
  ইব্রাহীম হোসেন সম্রাট
 ইব্রাহীম হোসেন সম্রাট  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                