ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোণায় স্পিডবোট ডুবি: আরও দুজনের মরদেহ উদ্ধার ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা বেকার ছেলে বিয়ে করবেন কোটিপতি তানিয়া কক্সবাজারে স্বামীকে খুন করে স্ত্রীকে ধর্ষণ, ঘাতক আটক ভারতের অনুরোধ আর ১২০০ টন ইলিশ ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: প্রধান নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের পরিবেশ ও কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে বিএমডিএ দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা ৩৬৫ দিনে ৩৭০ মব, এমন দেশে পাগলও বাস করতে চাইবে না: রুমিন ফারহানা খাইবার পাখতুনখোয়ায় চার দিনে খতম ৪৫ জঙ্গি! দাবি পাক সেনার মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ঘরের নানাবিধ কাজে ব্যবহার করুন কাগজের থলে, বাড়ি ও পরিবেশ হবে জঞ্জালমুক্ত মহিলাদের মতামত থাকলেই পুরুষরা নিরাপত্তাহীনতায় ভোগেন: তামান্না নারীও কন্যা শিশুদের মানবাধিকার রক্ষায় রাণীশংকৈলে গণশুনানি দ্বিতীয় বার কি মা হতে চাননি ইলিয়ানা? পাবনা-১ আসন থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে বেড়ায় চলছে হরতাল ফেনীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ১০ জনের রিয়ালকে জেতালেন এমবাপে

আরএমপি’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৯:৪৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৯:৪৯:৩৮ অপরাহ্ন
আরএমপি’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গৌরবময় ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে এক আনন্দঘন প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকাল ৪টায় আরএমপি লাইন্স মাঠে এ ভলিবল ম্যাচের আয়োজন করা হয়।

এ ম্যাচে বিভাগীয় কমিশনার ভলিবল টিম বনাম পুলিশ কমিশনার ভলিবল টিম অংশগ্রহণ করে। খোন্দকার আজীম আহমেদ, বিভাগীয় কমিশনার ও মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপি উপস্থিত থেকে ভলিবল ম্যাচের উদ্বোধন করেন। 

প্রীতি ম্যাচটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলায় পুলিশ  কমিশনার ভলিবল টিম ২-০ সেটের ব্যবধানে চ্যাম্পিয়ন  গৌরব অর্জন করে এবং বিভাগীয় কমিশনার ভলিবল টিম রানার্স আপ হয়।

পুলিশ কমিশনার বলেন, "রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে আজকের এই প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আজকের ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।আমরা জানি খেলায় জয়-পরাজয় থাকে তবে শরীর ও মন ভালো হয় । সবচেয়ে বড় বিষয় হলো, এই খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে  পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ করেছে। তিনি বিভাগীয় কমিশনারসহ খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজন অব্যাহত থাকবে বলে জানান”।

বিভাগীয়  কমিশনার বলেন, “রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আজকের এই প্রীতি ভলিবল ম্যাচ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। ক্রীড়া শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়, এটি মানুষের মধ্যকার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহানুভূতির ভিত্তি গড়ে তোলে। ম্যাচটি উপভোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রাণবন্ত হয়েছে। এই আয়োজন আমাদের পেশাগত সম্পর্ককে যেমন মজবুত করেছে, তেমনি ব্যক্তিগত বন্ধনও আরও দৃঢ় করেছে। আমি মনে করি, এই ধরনের আয়োজন আমাদের কর্মস্থলে একটি ইতিবাচক ও উদ্দীপনামূলক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে আমি এই সৃজনশীল ও আন্তরিক উদ্যোগের জন্য অভিনন্দন জানাই”।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার। 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), ও মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং আফিয়া আখতার, জেলা প্রশাসক, রাজশাহী।

এছাড়া বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ও আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে এই প্রীতি ম্যাচ উপভোগ করে এবং প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দে একত্রিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: প্রধান নির্বাচন কমিশনার

রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: প্রধান নির্বাচন কমিশনার