নাটোরের সিংড়া উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১৫ লাখ ৮৯ হাজার ২৪৪ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৮ লাখ ৭০ হাজার ৭৫৬ টাকা।
সোমবার (৩০ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মাজহারুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইউএনও মাজহারুল ইসলাম বলেন, এই বাজেট প্রণয়নে আমাদের লক্ষ্য ছিল উন্নয়ন ও সেবার সুষম বণ্টন নিশ্চিত করা। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং কৃষিখাতসহ প্রতিটি সেক্টরে সমান গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক বাজেট উপস্থাপন করা হয়েছে। সিংড়ার জনগণের অংশগ্রহণে এ বাজেট কার্যকর ও জনমুখী হবে বলে আমরা আশাবাদী।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
                           সোমবার (৩০ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মাজহারুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইউএনও মাজহারুল ইসলাম বলেন, এই বাজেট প্রণয়নে আমাদের লক্ষ্য ছিল উন্নয়ন ও সেবার সুষম বণ্টন নিশ্চিত করা। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং কৃষিখাতসহ প্রতিটি সেক্টরে সমান গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক বাজেট উপস্থাপন করা হয়েছে। সিংড়ার জনগণের অংশগ্রহণে এ বাজেট কার্যকর ও জনমুখী হবে বলে আমরা আশাবাদী।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
 
  সৌরভ সোহরাব সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
 সৌরভ সোহরাব সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                