ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স: দুই লাখ মানুষের চোখের চিকিৎসা নেই নীরবে কাঁদছে ফুলবাড়ীবাসী

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৩:০৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৩:০৫:৪২ অপরাহ্ন
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স: দুই লাখ মানুষের চোখের চিকিৎসা নেই নীরবে কাঁদছে ফুলবাড়ীবাসী ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স: দুই লাখ মানুষের চোখের চিকিৎসা নেই নীরবে কাঁদছে ফুলবাড়ীবাসী
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রায় দুই লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্র ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ এখানে নেই কোনো চক্ষু বিশেষজ্ঞ। চোখের সমস্যায় ভোগা মানুষগুলো তাই বাধ্য হচ্ছেন জেলা সদরের হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক কিংবা চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে ছুটতে। এতে অর্থ খরচ বাড়ার পাশাপাশি নানান ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

বায়ুদূষণ, পানিদূষণ আর মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার চোখের জন্য ঝুঁকি তৈরি করছে। কিন্তু সরকারি পর্যায়ে নেই কোনো সচেতনতামূলক উদ্যোগ কিংবা চিকিৎসা সেবা। প্রতিদিন অনেক রোগী চোখের সমস্যাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে আসলেও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা মিলছে না, শুধু অনুমান নির্ভর পরামর্শ দিচ্ছেন মেডিকেল অফিসার ও স্যাকমোরা (উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার)।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চোখ দিয়ে পানি পড়া সমস্যায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন কাজীহাল ইউনিয়নের মিরপুর জলেশ^রী গ্রামের আব্দুল মালেক (৫৫)। তিনি বলেন, ‘চোখের সমস্যা নিয়ে হাসপাতালে আসি, কিন্তু কাউন্টার থেকে জানালো এখানে কোনো চক্ষু চিকিৎসক নেই। এখন বাধ্য হয়েই প্রাইভেট চেম্বারে যেতে হবে।’

স্বাস্থ্য কমপ্লেক্সে চোখের চিকিৎসকের পদই নেই, যা এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় এক ঘাটতি তৈরি করেছে। পাশাপাশি আরও উদ্বেগের বিষয় হলো প্রতিষ্ঠানটিতে ৮০ শতাংশ চিকিৎসকের পদ শূন্য। কিছু চিকিৎসক আবার সংযুক্তির নামে অন্যত্র চলে গেছেন, ফলে অস্ত্রোপচারের মতো গুরুত্বপূর্ণ সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, এখানে কার্ডিওলজি, চক্ষু, শিশু, গাইনি, সার্জারি, মেডিসিনসহ ১১টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও ৯টি পদই শূন্য। ১৩ জন মেডিকেল অফিসারের জায়গায় আছেন মাত্র ৩ জন। ২০২৪ সালের ডিসেম্বর থেকে অ্যানেসথেশিয়া (অজ্ঞানবিদ) না থাকায় এখন আর কোনো ধরনের অপারেশন সম্ভব হচ্ছে না। অথচ আগে প্রতিমাসে ১০ থেকে ১৫টি সফল অস্ত্রোপচার হতো।

তিনি আরও জানান, প্যাথলজি, ইসিজি, থেরাপি ও অন্যান্য পরীক্ষার যন্ত্রপাতি থাকলেও পর্যাপ্ত টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ না থাকায় নিয়মিত সেবা দেওয়া যাচ্ছে না। অনেক গুরুত্বপূর্ণ পদ যেমন পুষ্টিবিদ, থিজিওথেরাপিস্ট, ইসিজি টেকনিশিয়ান শূন্য রয়েছে। চিকিৎসা সংকট দূর করতে বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী সমাধান মেলেনি। বরং অভিযোগ রয়েছে কিছু চিকিৎসক লবিং করে ফুলবাড়ী থেকে অন্যত্র সংযুক্ত হয়ে গেছেন, যা স্বাস্থ্যসেবায় বড় বাধা তৈরি করছে।

ফুলবাড়ীবাসীর দাবি, অবিলম্বে চক্ষু চিকিৎসকসহ অন্যান্য শূন্যপদ পূরণ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তা না হলে জনস্বাস্থ্যের এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব