ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই রাবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ গুলির নির্দেশ দিইনি, এটা এদেশের আইন: ডিএমপি কমিশনার রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল এখন থেকে দিনের ভোট আর রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল মুশফিকের আগে শততম টেস্টে যারা সেঞ্চুরি করেছেন নগরীতে পুলিশের অভিযানে আটক ১৪ ভাইকে তালাবদ্ধ রে‌খে বোনকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ঈশ্বরদীতে কারখানার বর্জ্য নিষ্কাশিত পানিতে অবরুদ্ধ ৪৫ পরিবার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার লংমার্চে বাধা দেওয়ায় সাঁতরে পদ্মা পার হতে গিয়ে আহত ২ বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার রবিন ডাকাতের আসছে মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর মা হবেন রাভিনা ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব বিএনপির উৎসব না করার নির্দেশ তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বাম দলগুলো ৩০০ আসনে ভোটের প্রস্তুতি নিয়ে জোট করছে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ এ শতাব্দীতেই বিলুপ্ত হতে পারে শীত, ১৮% এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল?

পদ্মায় গোসলে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১০:১৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১০:১৩:১৮ অপরাহ্ন
পদ্মায় গোসলে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু ছবি: সংগৃহীত
ফরিদপুরে পদ্মা নদীতে গোসলে নেমে রেজা-এ-রাব্বি তামিম (২১) ও আব্দুল আল মারুফ (২১) নামে দুই শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। তারা দুইজনই ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ত্রিপল-ই) বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২৫ জুন) বিকেলে পদ্মা নদীর শহরের ধলার মোড় এলাকায় বন্ধুদের সঙ্গে গোসলে করতে নেমে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থী রেজা-এ রাব্বী তামিম গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মেদি আশুলাই গ্রামের শওকত হোসেনের ছেলে ও আব্দুল আল মারুফ নোয়াখালী জেলার সুধারাম থানার উত্তর শরীফপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে (ত্রিপল-ই) বিভাগে ভর্তি হয়।

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী রেজা-এ-রাব্বি তামিম ও আব্দুল আল মারুফসহ ৬ বন্ধু মিলে পদ্মা নদীর ধলার মোড় এলাকায় গোসলে নামে। গোসলে নামার কিছুক্ষণ পরেই স্রোতের বাঁকে পড়ে তামিম। তাকে উদ্ধারে মারুফসহ বন্ধুরা এগিয়ে গেলে মারুফও তলিয়ে যায়। অন্য চারজন নদীর পাড়ে ফিরে আসতে পারলেও তামিম ও মারুফ পানিতে তলিয়ে যায়। পরে ৯৯৯ এ ফোন দেয় বন্ধুরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সিঅ্যান্ডবি ঘাট এলাকার রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নেছার মাহমুদ জানান, পানিতে দুই শিক্ষার্থীর ডুবে যাওয়ার খবর পেয়ে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তাদের উদ্ধার করে পাশের একটি বেসরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ওরা ৬ বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিলো। এ সময় তামিম ভেসে যায়। তাকে বাঁচাতে মারুফ ও বন্ধুরা নদীতে ঝাঁপ দিলে মারুফ ও তামিম স্রোতের তোড়ে ডুবে যায়। তাদের মৃতদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখার জন্য নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, মৃতদের পরিবারের সদস্যরা আসার পর তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
দুই রাবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

দুই রাবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ