বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর আয়োজনে এবং রাজশাহী বিভাগীয় ক্রীডা সংস্থার ব্যবস্থাপনায় 'Let's Move'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে অলিম্পিক ডে ২০২৫। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি), জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও এ.টি.এম. গোলাম মাহবুব, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহী ও সদস্য সচিব রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও অনুরাগী জনাব মোহাম্মদ হাসিবুল আলম (শাওন), জনাব মোঃ সাইদুল ইসলাম, ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি ও সাবেক ফুটবলার, জনাব জিয়াউল গণি সেলিম, ক্রীড়া সাংবাদিক, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, ক্রীড়া প্রেমী নাগরিক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অলিম্পিক ডে কেবল একটি ক্রীড়া আয়োজন নয়, এটি যুব সমাজকে সক্রিয় রাখার এবং সুস্থ জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করার আর্ন্তজাতিক উদ্যোগ। ‘খবঃ'ং গড়াব’ প্রতিপাদ্যর মাধ্যমে সকলকে চলার, সচল থাকার এবং সুস্থ থাকার আহ্বান জানানো হয়েছে।
"যুব সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে এবং সুস্থ জাতি গঠনে এমন আয়োজন অত্যান্ত গুরুত্বপূর্ণ।