ঢাকা , শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার কিশোরের মৃত্যু রেললাইনে হাঁটু পানি, ২ ঘণ্টা বিলম্বে ছেড়েছে বনলতা এক্সপ্রেস রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা চরের ত্রাস কাকনবাহীনি’র বিচার দাবিতে বাঘায় মানববন্ধন জমির ভাগ নিতে বাংলাদেশি এনআইডি বানালেন ভারতীয় নাগরিক সাগর-রুনি হত্যার বিচার ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি সলংগায় কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেফতার আরএমপিতে নির্বাচনী দায়িত্বে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ফ্যানের সাথে ঝুলছিল গৃহবধূর মরদেহ, দরজা ভেঙে উদ্বার করলো পুলিশ আমন ক্ষেতে কারেন্ট পোকা দুশ্চিন্তায় ফুলবাড়ীর কৃষক রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে আহলেহাদীছ আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তানোরে ফের নবিল গ্রুপের দুষণ সন্ত্রাস তানোরে জামায়াতের নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ সারদা'র ডিআইজি এহসানউল্লাহর রহস্যজনক নিখোঁজ, তদন্ত শুরু ইতিহাসের সুবিজ্ঞ ও দূরদর্শীদের জীবনের শিক্ষা আমরা বই পড়েই জেনেছি: বিভাগীয় কমিশনার আবু ধাবি টি১০ লিগে কোয়েটা ক্যাভালরির অধিনায়ক নিযুক্ত হলেন মোহাম্মদ আমির সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব: প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু নেত্রকোণায় অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ২ পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতার জন্য সেমিনার অনুষ্ঠিত

দুই গোলে এগিয়ে থেকেও মেসিদের ড্র

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:১২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০১:১২:৩৩ অপরাহ্ন
দুই গোলে এগিয়ে থেকেও মেসিদের ড্র ছবি: সংগৃহীত
নির্ধারিত সময়ের তখন আর মিনিট দশেক বাকি। তখনও ২-০ গোলে এগিয়ে ইন্টার মায়ামি। ম্যাচ জিতে গ্রুপের সেরা হওয়ার পথে তারা। কিন্তু পরের কয়েক মিনিটেই বদলে গেল সবকিছু। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করল পালমেইরাস। তাতে বদলে গেল গ্রুপে দুই দলের অবস্থানও। নকআউট পর্ব অবশ্য নিশ্চিত হলো লিওনেল মেসির মায়ামির। তবে গ্রুপ রানার্স আপ হওয়ায় তাদের অপেক্ষায় সম্ভাব্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।

ক্লাব বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে ফ্লোরিডায় ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি ও পালমেইরাস।

ম্যাচ জিতলে গ্রুপ সেরা হতে পারত মায়ামি। তাদেও আইয়েন্দে ও লুইস সুয়ারেসের দারুণ দুটি গোলে ৮০ মিনিট পর্যন্ত তারা এগিয়ে ছিল ২-০ গোলে। কিন্তু শেষ দিকে পালমেইরাস সেই দুই গোল শোধ করে গ্রুপের সেরা হয়ে যায়।

তিন ম্যাচে এক জয় আর দুই ড্রয়ে দুই দলের পয়েন্ট সমান ৫। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে পালমেইরাস। নকআউটে তাদের ব্রাজিলিয়ান দ্বৈরথে তাদের প্রতিপক্ষ বতাফোগো।

ম্যাচ জিতলে মায়ামি প্রতিপক্ষ হিসেবে পেত বতাফোগোকেই। কিন্তু গ্রুপে রানার্স আপ হওয়ায় তাদের সামনে এখন ‘বি’ গ্রুপের শীর্ষ দল পিএসজি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এই টুর্নামেন্টেও আছে ফেভারিটদের কাতারে।

৩৮তম জন্মদিনের প্রাক্কালে জ্বলে উঠতে পারেননি লিওনেল মেসি। প্রথমার্ধে প্রায় নিষ্প্রভ ছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে পারফরম্যান্সে একটু উন্নতি হলেও চেনা চেহারায় পাওয়া যায়নি জাদুকরকে।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালের এই ম্যাচে দাপট বেশি ছিল পালমেইরাসেই। গোলে ২২টি শট নিয়ে ৭টিই লক্ষ্যে রাখে তারা। তবে গোল আদায় করতে অপেক্ষা করতে হয় শেষ ১০ মিনিট পর্যন্ত। মায়ামি ৮টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখে। এর দুটিই কাজে লাগিয়ে এগিয়ে ছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি।

মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে এ দিন গ্যালারিতে ছিল পালমেইরাসের সমর্থকদের জোয়ার। ব্রাজিলের দলটি তাই ঘরের মাঠের মতোই অনুভূতি পেয়ে যায়। ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণও তাদেরই ছিল বেশি। চতুর্থ মিনিটে কর্নার থেকে গুস্তাভো গোমেসের হেড ঠেকিয়ে দেন মায়ামির গোলকিপার অস্কার উস্তারি।

তবে ষোড়শ মিনিটে আচমকাই এগিয়ে যায় মায়ামি। পালমেইরাসের আক্রমণে দুই দলের প্রায় সবাই ছিল মায়ামির অর্ধে। হুট করে রক্ষণভাগ থেকে উড়ে আসা বল মাঝমাঠের কাছাকাছি পেয়ে যান তাদেও আইয়েন্দে। আর্জেন্টাইন উইঙ্গারের সামনে তখন কেউ নেই! সেখান থেকেই দ্রুতগতিতে বল টেনে নিয়ে পালমেইরাসের বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে বল জালে ঢুকিয়ে দেন তিনি।

৩২তম মিনিটে পালমেইরাসের ফাকুন্দো তরেস দারুণ কোনাকুনি শটে মায়ামির গোলকিপারকে পরাস্ত করলেও বল সামান্য একটুর জন্য চলে যায় বাইরে দিয়ে। প্রথমার্ধে আরও কয়েকটি আক্রমণ করে গোল আদায় করতে পারেনি ব্রাজিলিয়ান ক্লাবটি।

মেসিকে প্রথমবার ম্যাচে একটু উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যায় ৪৯তম মিনিটে। তবে বক্সের বাইরে থেকে তার দুর্বল শট অনায়াসেই ধরে নেন পালমেইরাসের গোলকিপার। একটু পর তার একটি ভলি একটুর জন্য ওপর দিয়ে চলে যায়।

স্রোতের বিপরীতে ৬৫তম লুইস সুয়ারেস প্রায় একক দক্ষতায় বাড়ান মায়ামির ব্যবধান। দুইজনকে কাটিয়ে সামনে এগিয়ে গোলকিপারকে পরাস্ত করেন তিনি বাঁ পায়ের দারুণ শটে।

৮০তম মিনিটে পালমেইরাসের আশা জাগিয়ে তোলেন বদলি নামা পাউলিনিয়ো। দারুণ এক পাস পেয়ে ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে বল জালে পাঠান টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনায় খেলে আসা অভিজ্ঞ মিডফিল্ডার।

সাত মিনিট পর বক্সের ভেতর থেকে মাউরিসিওর গোলার মতো শটে সমতায় ফেরে পালমেইরাস। সেই গোলেই নিশ্চিত হয় গ্রুপে তাদের শীর্ষস্থান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার কিশোরের মৃত্যু

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার কিশোরের মৃত্যু