রাজশাহী মহানগরীতে মোঃ রহিম হোসেন (২২), নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২২ জুন) দিনগত রাত দেড়টায় মহানগরীর শাহমখদুম থানাধীন আমচত্ত¡র রায়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ রহিম হোসেন (২২), সে নাটোর জেলার বড়াইগ্রাম থানার লক্ষীকোল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
সোমবার সকাল ১১টায় র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার রহিম হোসেন ছিনতাই মামলার এজাহারনামীয় পলাতক আসামী। তার বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানার মামলা নং-৩, তারিখ- ৪ জুন একটি ছিনতাই মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদের গ্রেফতার আসামী ও অন্যান্য পলাতক আসামীরা দীর্ঘদিন যাবৎ মহানগর এলাকায় ছিনতাই করে আসছে বলে স্বীকার করে। আসামী খুবই দুঃধর্ষ এবং খারাপ স্বভাবের। স্থানীয়রা জানায়, তার ছিনতাই ছাড়া আর অন্য কোন পেশা নেই।
এ ব্যপারে গ্রেফতার রহিম হোসেনের বিরুদ্ধে মহানগরীর শাহ-মখদুম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে শাহ-মখদুম থানায় থানা পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy
মহানগরীর শাহমখদুমে ছিনতাইকারী রহিম গ্রেফতার
- আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ