ঢাকা , বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ , ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বহুল আলোচিত মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২ চট্টগ্রামে ফুল মিয়া হত্যা: প্রধান আসামি মোবারক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অভাবের তাড়নায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা আব্দুলপুর-রাজশাহী রেলপথ/রেললাইনে ফেলা পাথরের মধ্যে ইটের খোয়া কুষ্টিয়ায় ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত তানোরে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু থানায় অভিযোগ রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ রাজশাহীতে হিমাগারে আটকে রেখে তরুণীকে নির্যাতনের অভিযোগে আ’লীগ নেতার ছেলে অবরুদ্ধ টাইফয়েডের টিকা নিতে চাইলে টিকার মান নিশ্চিত হবে না, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত বাড়ির দু’টি গাছের পাতা দিয়ে তৈরি করে নিন উপকারী হেয়ার মাস্ক পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে স্বৈরাচার-গণহত্যাকারী, থাকছে রাতের ভোটের কথাও যশোরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু আরও কমলো এলপি গ্যাসের দাম বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি আনডোরা চোট পেয়েছেন এমবাপ্পে, দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদের কোচ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা রক্তে প্লেটলেটের মাত্রা বাড়াতে পাতে থাকুক এই ৩টি ফল গুরুদাসপুরে প্রবীণ দিবস পালনে র‌্যালী আলোচনা সভা

সুমিতের সঙ্গেই সাতপাকে ঋতাভরী

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৭:৪৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৭:৪৮:৫৬ অপরাহ্ন
সুমিতের সঙ্গেই সাতপাকে ঋতাভরী সুমিতের সঙ্গেই সাতপাকে ঋতাভরী
ঋতাভরী চক্রবর্তীর পায়ের তলায় সর্ষে। যখনই মন যায় ‘রইল ঝোলা চলল ভোলা’ বলে বেরিয়ে পড়েন। কখনও তাঁর সঙ্গে মা শতরূপা সান্যাল, দিদি চিত্রাঙ্গদা শতরূপা থাকেন। কখনও তিনি একাই বেরিয়ে পড়েন। নায়িকার এ বারের সঙ্গী তাঁর হবু স্বামী সুমিত অরোরা। সুমিত বলিউডের প্রথম শ্রেণির চিত্রনাট্যকার। ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর মতো হিট ছবির কাহিনি, চিত্রনাট্য লিখেছেন তিনি। গুঞ্জন, বছরের শেষে না কি বিয়ের পিঁড়িয়ে বসতে পারেন যুগলে। তার আগে নিজের জন্মদিন উপলক্ষে সুমিতকে নিয়ে প্রাক্-মধুচন্দ্রিমায় ইউরোপ উড়ে গিয়েছেন বড় পর্দার ‘ফুল্লরা’।

তিনি বলেছেন, “আমরা পরস্পরকে ছ’বছর ধরে চিনি। এর পরেও প্রাক্-মধুচন্দ্রিমার খুব প্রয়োজন?” জানিয়েছেন, রোজ যেখানে সকাল হয়, তাঁর সেই শহর কলকাতাও খুবই সুন্দর। কিন্তু টানা থাকতে থাকতে এক এক সময় মনে হয়, তিনি যেন ‘কুয়োর ব্যাং’ হয়ে গিয়েছেন। তখনই দম বন্ধ হয়ে আসে। তিনি ব্যাগ গুছিয়ে পথে নামেন। অচেনা রাস্তা, পথ-প্রান্তর তাঁকে নতুন করে বাঁচার জীবনীশক্তি দেয়। তিনি টাটকা অক্সিজেনে ফুসফুস ভরে আবার চেনা কুঠুরিতে ফেরেন।

“এই যেমন বার্লিন। এমন একটি হোটেলের চিলেকোঠায় আমরা থাকছি, যেখানে চোখ মেললেই মাথার উপরে কাচের জানলা। সেখান থেকে প্রায় গোটা শহরটাই দেখা যায়। রবিবার ঘুম ভেঙে সেই দৃশ্য দেখে মনে হল, এই জায়গা স্বর্গের থেকে কম কিসে?” তেমনই তাঁর পছন্দের আর একটি জায়গা প্যারিসের ডিজ়নিল্যান্ড। মাথায় মিকি মাউস টুপি পরে সেখানকার রাস্তাতেও ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গী সুমিত। অনেক ছবি, ভিডিয়ো তুলেছেন সেখানকার। হবু স্বামী এগিয়ে গেলে আলতো করে ‘বাবু’ বলে ডেকে ফিরিয়েছেন। সেই সম্বোধনও উপভোগ করেছেন অভিনেত্রীর অনুরাগীরা।

আর পাঁচ জন পর্যটকের মতো বেড়ানোর সময় তাড়াহুড়ো করেন না ঋতাভরী। “যে শহরে মিউজ়িয়াম আছে, সে শহরে দরকার হলে ১০ দিনও কাটাই, যাতে কোনও কিছু মিস না করি। আমার কোনও তাড়া নেই। বেড়ানোটা যদি উপভোগই করতে না পারলাম তা হলে কী করলাম?”, যুক্তি অভিনেত্রীর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ