ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪ দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

হোয়াইট হাউসের ‘দু’সপ্তাহ’ বার্তার মাঝেই ইরানে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু!

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৪:৪৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৪:৪৬:৩৭ অপরাহ্ন
হোয়াইট হাউসের ‘দু’সপ্তাহ’ বার্তার মাঝেই ইরানে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু! ছবি: সংগৃহীত
আমেরিকা পাশে থাক বা না-থাক, ইজরায়েল তা নিয়ে ভাবিত নয়। তাদের লক্ষ্য ইরানের সমস্ত পরমাণুঘাঁটি ধ্বংস করে দেওয়া। এমনটাই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার রাতে (স্থানীয় সময়) হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে আমেরিকা অস্ত্র ধরবে কি না, তা নিয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। তার মাঝেই নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের পরমাণুঘাঁটিগুলি ধ্বংসের লক্ষ্যে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এই কাজের জন্য অন্য কোনও দেশের ‘সবুজ সঙ্কেত’ তাঁদের প্রয়োজন নেই। এ বিষয়ে ইজরায়েলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কারও অনুমতি নেওয়া হবে না।

ইরান-ইজরায়েল দ্বন্দ্ব প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্পকে উদ্ধৃত করে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, “অদূর ভবিষ্যতে (ইরানের সঙ্গে) বোঝাপড়ায় আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে আমি সেই পথে হাঁটব কি না, সে বিষয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব।” পাশাপাশি একটি সাক্ষাৎকারে নেতানিয়াহুকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘‘আমরা ইরানের সমস্ত পরমাণুঘাঁটিতে হামলা চালাব। আমাদের সেই ক্ষমতা আছে। ইরানে বর্তমান শাসকের পতন হবে কি না, শাসনব্যবস্থা পরিবর্তিত হবে কি না, তা সেখানকার জনগণের নিজস্ব বিষয়। এর কোনও বিকল্প নেই। ট্রাম্প এই কাজে আমাদের সঙ্গে যোগ দেবেন কি না, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমেরিকার পক্ষে যেটা ভাল, তিনি সেটাই করবেন। ইজরায়েলের জন্য যেটা ভাল, আমি সেটা করব।’’

গত শুক্রবার থেকে ইজরায়েল এবং ইরানের সংঘাত চলছে। অষ্টম দিনেও ক্ষেপণাস্ত্র হামলার বিরাম নেই। ইজরায়েলের ক্ষেপণাস্ত্রে মৃত্যু হয়েছে ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর। তার পর প্রত্যাঘাতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরানও। বৃহস্পতিবারই ইরানের একটি ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে ইজরায়েলের হাসপাতালে। যদিও ইরান জানিয়েছে, কোনও হাসপাতাল তাদের নিশানায় ছিল না। তারা কেবল ইজরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালাচ্ছে। ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, কাস্পিয়ান সাগরের ধারে রাশ্‌ট শহরে শুক্রবার ভোরে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। যদিও ইজরায়েলের সামরিক বাহিনী এই হামলার বিষয়ে আগেই সতর্ক করেছিল। শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ইরানের বিস্তীর্ণ অংশে ইন্টারনেট বন্ধ। ফলে আদৌ সেই সাবধানবাণী সাধারণ মানুষের কানে পৌঁছেছে কি না, তা স্পষ্ট নয়।

আমেরিকার সমর্থনেই ইজরায়েল হামলা শুরু করেছিল ইরানে। শুক্রবারের হামলার আগে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর দীর্ঘ ক্ষণ ফোনে কথাও হয়েছিল। কিন্তু আমেরিকা এবং ইজরায়েলের যৌথ চাপের মুখেও নতিস্বীকার করতে নারাজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তিনি পাল্টা হামলা এবং ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। ফলে পশ্চিম এশিয়ার সঙ্কট ক্রমে আরও জটিল হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত