কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে বাংলাদেশি কৃষকের ১৭টি ছাগল ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
রোববার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক ১০৫৭ মেইন পিলারের নিকট থেকে ছাগলগুলো ধরে নিয়ে যায়। পরে সেগুলো ফেরত আনা হয়েছে বলে জানায় বিজিবি।
সীমান্তবাসীরা জানান, রোববার সকালে ধর্মপুর সীমান্ত ১০৫৭ মেইন পিলারের নিকটে বাংলাদেশি কৃষকের ১৭টি ছাগল নোম্যান্স ল্যান্ডের অভ্যন্তরে গেলে ভারতের গুটালু ক্যাম্পের টহলরত নারী বিএসএফ সদস্যরা গেট খুলে ছাগলগুলো আটকের চেষ্টা করে। এসময় ছাগলের মালিক এগিয়ে গেলে তাদের ধাওয়া দেয় বিএসএফ সদস্যরা। পরে কৃষকরা দৌড়ে পালিয়ে গেলে ছাগলগুলো আটক করে ভারতের অভ্যন্তরে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
ধর্মপুর এলাকার কৃষক আজাদ আলী ও মজিরুল ইসলাম বলেন, ভারতের নারী বিএসএফ সদস্যরা গেটখুলে ছাগলগুলো ধরার সময় আমরা বাধা দেয়ার চেষ্টা করলে তখন বিএসএফ সদস্যরা আমাদের ধাওয়া করে। আমরা পালিয়ে যাই।
ছাগলের মালিক আব্দুর রহিম, মফিয়াল, ইউনুছ আলী জানান, তারা নিরুপায় হয়ে ইউপি সদস্যকে বিষয়টি জানিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত ছাগলগুলো তাদের ক্যাম্পে ছিল।
ইউপি সদস্য মো. শাজাহান আলী বলেন, সীমান্ত এলাকা থেকে ভারতের মহিলা বিএসএফ সদস্যরা কয়েকটি ছাগল ধরে নিয়ে গেছে বলে শুনেছি। বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানানো হয়েছে।
বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (এটি) মো. শামছুল আলম মুঠোফোনে জানান, বাংলাদেশি কয়েকটি ছাগল ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে আটকে রেখেছিল। আমাদের টহলরত বিজিবি সদস্যরা বিএসএফের সঙ্গে কথা বলে ছাগলগুলো উদ্ধার করে মালিকের হাতে ফেরত দিয়েছেন।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Admin News
         
                   
                       
    সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং
সীমান্ত থেকে ১৭ ছাগল নিয়ে গেল বিএসএফ, অতঃপর...
- আপলোড সময় : ০৯-০১-২০২৩ ০২:০১:২৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০১-২০২৩ ০৮:৫১:১৩ অপরাহ্ন
 ছবির ক্যাপশন
                                 ছবির ক্যাপশন 
                     
                             কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  মো. হেলাল উদ্দিন
 মো. হেলাল উদ্দিন  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                