ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ, দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু পুঠিয়ায় ঠিকাদার ও প্রকৌশলীর অবহেলায় স্থবির ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসরুম নির্মান কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ সোহাকে দেখেই যৌনাঙ্গ নাচিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি! ডিজিটাল অ্যাপে পরকীয়া রমরমা চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার বাবা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড, স্ত্রী ও সৎমায়ের কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত, আহত ৫ ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ‘পার্সেন্টেজ’ আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে চড় মেরে শিশুর কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব ইংরেজদের অভিবাসন বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে বার্তা ইলন মাস্কের বিশ্বের সবচেয়ে সুন্দর জনপ্রিয় ১০ পর্ণ তারকা এন সি এল-এ রাজশাহী ভেন্যতে ঢাকা মেট্রোর জয় হরিপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট বেকার ছেলেকে বিয়ে করবেন কোটিপতি তানিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৮'ম শ্রেণীর ছাত্রীকে বিয়ে রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব

বাগানের টাটকা ফুল দিয়ে কী ভাবে ত্বকের যত্ন নেবেন?

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০১:৩৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০১:৩৭:০৩ অপরাহ্ন
বাগানের টাটকা ফুল দিয়ে কী ভাবে ত্বকের যত্ন নেবেন? ছবি: সংগৃহীত
প্রসাধনীর বাজারে উঁকিঝুকি দিলে শিট মাস্ক থেকে মুখের মাস্ক, টোনারে পাবেন ফুলের ছোঁয়া। তার কোনওটিতে ব্যবহার হয়েছে গোলাপ ফুলের নির্যাস, কোনওটিতে জবা। ল্যাভেন্ডারের সুবাসযুক্ত শিট মাস্কও মিলবে তালিকায়। ত্বকের যত্নে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ ফলের ব্যবহার যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই ফুলের ছোঁয়াতেও মুখের জেল্লা ফেরানো পন্থা কিন্তু নয়া নয়। অতীতেও রূপচর্চায় গোলাপের ব্যবহার হয়েছে।

ফুল দিয়ে যদি রূপচর্চা করতে হয় তা হলে আর বাজারচলতি পণ্য কিনবেন কেন? তার চেয়ে বরং বাড়িতেই বাগানের টাটকা ফুল দিয়ে বানিয়ে নিন ত্বকের উপযোগী ফুলের মাস্ক।

গোলাপ: এই ফুল শুধু সুগন্ধে ভরপুর এবং সুন্দরই নয়, ত্বকের জন্য উপযোগীও। স্নানের জলে গোলাপির পাপড়ির ব্যবহারে শরীর শুধু তরতাজাই থাকে না, ফুলের গুণে ত্বক হয় মসৃণ এবং সুন্দর। গোলাপে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। তারুণ্য ধরে রাখতে যা উপযোগী। ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য করে ফুলটি। টোনার হিসেবে গোলাপ জলের ব্যবহার হয়। রোজ অয়েলে থাকা ভিটামিন এ, সি বলিরেখা দূর করে ত্বক টানটান রাখতে সাহায্য করে। গোলাপ দিয়ে বাড়িতেই বানিয়ে নিন মাস্ক।

গোলাপজল তৈরির জন্য প্রথমেই ১০-১২টি টাটকা গোলাপের পাপড়ি ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। একটি বড় কানা-উঁচু পাত্রে ছোট একটি পাত্র রেখে তার চারপাশে পাপড়ি ছড়িয়ে দিন। আধ কাপ জল পাপড়িতে ছিটিয়ে দিন। এ বার গ্যাস অভেনে বসিয়ে ঢাকা দিয়ে দিন। তাপে গোলাপের নির্যাসযুক্ত জল বাষ্পীভূত হবে। সেটি জল হয়ে পাত্রের মধ্যে রাখা মুখ খোলা ছোট পাত্রে জমা হবে। সেটি সংগ্রহ করলেই পেয়ে যাবেন গোলাপ জল।

এ বার ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ২ টেবিল চামচ গোলাপজল এবং ২-৩ ফোঁটা রোজ় অয়েল মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে সেটি মাখুন। ১৫ মিনিট মেখে ধুয়ে ফেললেই হবে।

জবা: রূপচর্চায় জবা ফুলের ব্যবহারও নতুন নয়। এই ফুল অ্যান্টিঅক্সিড্যান্ট, এএইচএ (আলফা হাইড্রক্সি অ্যাসিড) এবং ভিটামিন সি সমৃদ্ধ, যা প্রাকৃতিক ভাবে ত্বকের মৃত কোষ সরাতে সাহায্য করে। এ ছাড়া ত্বক টান টান রাখে, ত্বকে আর্দ্রতার অভাব মেটায় এবং ব্রণ নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে।

আরও পড়ুন:
test
সাফল্যের পথে অন্তরায় ক্লান্তি! ভুল কাজে শ্রম দিচ্ছেন কি? কোন অভ্যাস ছাড়া দরকার এখনই?
test
কোলাজেনের ঘাটতি নিঃশব্দে শরীরের ক্ষতিও করতে পারে? কী কী হতে পারে এমন হলে?
জবার পাপড়ি গুঁড়ো, দুধ এবং মধুর মাস্ক: শুষ্ক ত্বক এবং বলিরেখা পড়ে গেলে এই মাস্ক বিশেষ কার্যকর হবে। জবা ফুলের পাপড় শুকিয়ে গুঁড়িয়ে নিন। ২ টেবিল চামচ জবাফুলের পাপড়ির গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে ২ টেবিল চামচ দুধ এবং কয়েক ফোঁটা মধু। তিন উপকরণ ভাল করে মিশিয়ে মুখে মেখে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে নিন।

জু্ঁই: গরম থেকে বর্ষার মরসুমে মেলে জুঁইফুল। এই ফুলের সুবাসের জন্যই তার খ্যাতি। ত্বকের জন্যও কিন্তু তা কম উপকারী নয়। এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। শরীর ভাল রাখতেও জুঁইফুলের নির্যাসযুক্ত চা খাওয়ার চল রয়েছে। এসেনশিয়াল অয়েল হিসেবেও জেসমিন অয়েলের ব্যবহার রয়েছে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, মুখের জেল্লা ফেরাতে জুঁইফুল কার্যকর।

জুঁই, দুধ এবং বেসনের মাস্ক: টাটকা জুঁইফুল ধুয়ে পাপড়ি আলাদা করে নিন। তার সঙ্গে দুধ এবং বেসন মিশিয়ে মুখে মাখুন। ১৫-২০ মিনিট মেখে ধুয়ে ফেলতে হবে। মুখের কালচে ভাব দূর হবে এতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত