ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা কুমিল্লায় গোমতী নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি লুট, ঝুঁকিতে বাঁধ ও ফসলি জমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোহনপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি পটিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শওকত সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত ভিন্ন দেশ–ভাষা পেরিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণীর সুখী দাম্পত্য রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন নগরীর পবায় মাদক কারবারী কুলসুম ও চন্দ্রিমা থানায় আরিফ গ্রেফতার রাজশাহী সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ ঢাকা–১৪ আসনে এমপি পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুকে ট্র্যাবের বিশেষ সম্মাননা চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-৩ সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে প্রাণ গেল শিশুর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

বাগানের টাটকা ফুল দিয়ে কী ভাবে ত্বকের যত্ন নেবেন?

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০১:৩৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০১:৩৭:০৩ অপরাহ্ন
বাগানের টাটকা ফুল দিয়ে কী ভাবে ত্বকের যত্ন নেবেন? ছবি: সংগৃহীত
প্রসাধনীর বাজারে উঁকিঝুকি দিলে শিট মাস্ক থেকে মুখের মাস্ক, টোনারে পাবেন ফুলের ছোঁয়া। তার কোনওটিতে ব্যবহার হয়েছে গোলাপ ফুলের নির্যাস, কোনওটিতে জবা। ল্যাভেন্ডারের সুবাসযুক্ত শিট মাস্কও মিলবে তালিকায়। ত্বকের যত্নে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ ফলের ব্যবহার যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই ফুলের ছোঁয়াতেও মুখের জেল্লা ফেরানো পন্থা কিন্তু নয়া নয়। অতীতেও রূপচর্চায় গোলাপের ব্যবহার হয়েছে।

ফুল দিয়ে যদি রূপচর্চা করতে হয় তা হলে আর বাজারচলতি পণ্য কিনবেন কেন? তার চেয়ে বরং বাড়িতেই বাগানের টাটকা ফুল দিয়ে বানিয়ে নিন ত্বকের উপযোগী ফুলের মাস্ক।

গোলাপ: এই ফুল শুধু সুগন্ধে ভরপুর এবং সুন্দরই নয়, ত্বকের জন্য উপযোগীও। স্নানের জলে গোলাপির পাপড়ির ব্যবহারে শরীর শুধু তরতাজাই থাকে না, ফুলের গুণে ত্বক হয় মসৃণ এবং সুন্দর। গোলাপে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। তারুণ্য ধরে রাখতে যা উপযোগী। ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য করে ফুলটি। টোনার হিসেবে গোলাপ জলের ব্যবহার হয়। রোজ অয়েলে থাকা ভিটামিন এ, সি বলিরেখা দূর করে ত্বক টানটান রাখতে সাহায্য করে। গোলাপ দিয়ে বাড়িতেই বানিয়ে নিন মাস্ক।

গোলাপজল তৈরির জন্য প্রথমেই ১০-১২টি টাটকা গোলাপের পাপড়ি ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। একটি বড় কানা-উঁচু পাত্রে ছোট একটি পাত্র রেখে তার চারপাশে পাপড়ি ছড়িয়ে দিন। আধ কাপ জল পাপড়িতে ছিটিয়ে দিন। এ বার গ্যাস অভেনে বসিয়ে ঢাকা দিয়ে দিন। তাপে গোলাপের নির্যাসযুক্ত জল বাষ্পীভূত হবে। সেটি জল হয়ে পাত্রের মধ্যে রাখা মুখ খোলা ছোট পাত্রে জমা হবে। সেটি সংগ্রহ করলেই পেয়ে যাবেন গোলাপ জল।

এ বার ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ২ টেবিল চামচ গোলাপজল এবং ২-৩ ফোঁটা রোজ় অয়েল মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে সেটি মাখুন। ১৫ মিনিট মেখে ধুয়ে ফেললেই হবে।

জবা: রূপচর্চায় জবা ফুলের ব্যবহারও নতুন নয়। এই ফুল অ্যান্টিঅক্সিড্যান্ট, এএইচএ (আলফা হাইড্রক্সি অ্যাসিড) এবং ভিটামিন সি সমৃদ্ধ, যা প্রাকৃতিক ভাবে ত্বকের মৃত কোষ সরাতে সাহায্য করে। এ ছাড়া ত্বক টান টান রাখে, ত্বকে আর্দ্রতার অভাব মেটায় এবং ব্রণ নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে।

আরও পড়ুন:
test
সাফল্যের পথে অন্তরায় ক্লান্তি! ভুল কাজে শ্রম দিচ্ছেন কি? কোন অভ্যাস ছাড়া দরকার এখনই?
test
কোলাজেনের ঘাটতি নিঃশব্দে শরীরের ক্ষতিও করতে পারে? কী কী হতে পারে এমন হলে?
জবার পাপড়ি গুঁড়ো, দুধ এবং মধুর মাস্ক: শুষ্ক ত্বক এবং বলিরেখা পড়ে গেলে এই মাস্ক বিশেষ কার্যকর হবে। জবা ফুলের পাপড় শুকিয়ে গুঁড়িয়ে নিন। ২ টেবিল চামচ জবাফুলের পাপড়ির গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে ২ টেবিল চামচ দুধ এবং কয়েক ফোঁটা মধু। তিন উপকরণ ভাল করে মিশিয়ে মুখে মেখে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে নিন।

জু্ঁই: গরম থেকে বর্ষার মরসুমে মেলে জুঁইফুল। এই ফুলের সুবাসের জন্যই তার খ্যাতি। ত্বকের জন্যও কিন্তু তা কম উপকারী নয়। এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। শরীর ভাল রাখতেও জুঁইফুলের নির্যাসযুক্ত চা খাওয়ার চল রয়েছে। এসেনশিয়াল অয়েল হিসেবেও জেসমিন অয়েলের ব্যবহার রয়েছে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, মুখের জেল্লা ফেরাতে জুঁইফুল কার্যকর।

জুঁই, দুধ এবং বেসনের মাস্ক: টাটকা জুঁইফুল ধুয়ে পাপড়ি আলাদা করে নিন। তার সঙ্গে দুধ এবং বেসন মিশিয়ে মুখে মাখুন। ১৫-২০ মিনিট মেখে ধুয়ে ফেলতে হবে। মুখের কালচে ভাব দূর হবে এতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ