প্রাইভেটকার ভাড়া করে স্ত্রী ও তিন শিশুসন্তান নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন জুনেদ আহমদ। পথে গাড়ির ব্রেক ফেল করলে চালক নিয়ন্ত্রণ হারান। এর পর গাড়িটি সড়কের পাশের গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে প্রাণ হারান জুনেদ আহমদের স্ত্রী ও বড় ছেলে। আহত হয়েছেন তিনিসহ চারজন।
গতকাল বুধবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইচক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলাম ইউনিয়নের আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী ঝর্ণা বেগম (৩৫) ও বড় ছেলে সিয়াম আহমদ (৮)। আহত হয়েছেন জুনেদ, তাঁর অন্য দুই শিশুসন্তান ও প্রাইভেটকারের চালক। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্থানীয়রা জানান, স্ত্রী ও তিন সন্তান নিয়ে ফেঞ্চুগঞ্জ এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন জুনেদ। পথে প্রাইভেটকার গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুনেদের স্ত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
এদিকে জকিগঞ্জ উপজেলায় বরযাত্রীর গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বর-কনেসহ আটজন। বিকেলে জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহাবুদ্দিন সাবু। তিনি দুর্ঘটনাকবলিত টমটমের চালক।
জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, বরযাত্রী বহনকারী মাইক্রোবাসের চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালানোয় দুর্ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইচক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলাম ইউনিয়নের আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী ঝর্ণা বেগম (৩৫) ও বড় ছেলে সিয়াম আহমদ (৮)। আহত হয়েছেন জুনেদ, তাঁর অন্য দুই শিশুসন্তান ও প্রাইভেটকারের চালক। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্থানীয়রা জানান, স্ত্রী ও তিন সন্তান নিয়ে ফেঞ্চুগঞ্জ এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন জুনেদ। পথে প্রাইভেটকার গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুনেদের স্ত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
এদিকে জকিগঞ্জ উপজেলায় বরযাত্রীর গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বর-কনেসহ আটজন। বিকেলে জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহাবুদ্দিন সাবু। তিনি দুর্ঘটনাকবলিত টমটমের চালক।
জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, বরযাত্রী বহনকারী মাইক্রোবাসের চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালানোয় দুর্ঘটনা ঘটেছে।