রাজধানীর কদমতলীতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে রুহানা আক্তার (২১) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।
মঙ্গলবার (১৭ জুন) রাতে কদমতলীর ঢাকা ম্যাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে বুধবার (১৮ জুন) দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রুহানা আক্তারের বাড়ি বরগুনার আমতলী থানায়। বর্তমানে তিনি ফতুল্লার পাগলা এলাকায় থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান বলেন, ‘রুহানা আক্তার অটোরিকক্সায় করে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে তার মৃত্যু হয়। তিনি কদমতলী এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।’
তিনি আরও জানান, ঘাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।
মঙ্গলবার (১৭ জুন) রাতে কদমতলীর ঢাকা ম্যাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে বুধবার (১৮ জুন) দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রুহানা আক্তারের বাড়ি বরগুনার আমতলী থানায়। বর্তমানে তিনি ফতুল্লার পাগলা এলাকায় থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান বলেন, ‘রুহানা আক্তার অটোরিকক্সায় করে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে তার মৃত্যু হয়। তিনি কদমতলী এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।’
তিনি আরও জানান, ঘাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।