ঢাকা , বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত সচিবালয় অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ ৩৮ বছর বয়সে প্রথমবার ‘বিশ্বসেরা’ হলেন রোহিত সিংড়ায় স্বাস্থ্য সেবা নিয়ে ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের মতবিনিময় সভা ভেবেছিলাম ৩০-এর পর বিয়ে করে সংসার করব: তামান্না চুয়াডাঙ্গায় বোনকে দাফন করতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি করপোরেশনে তালা দিয়ে শ্রমিকদের বিক্ষোভ গ্রাম আদালতে অসামান্য অবদানের সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক যে কারণে আবশ্যক! ভাতিজার হাতে চাচা খুন, ২নং আসামি রফিক শেখ গ্রেফতার নারীদের সিজদা করার সঠিক নিয়ম শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা ব্রেকফাস্টে কলার সঙ্গে সামান্য গোলমরিচ! শুনতে অদ্ভুত এই কম্বোর উপকার অনেক অভিনয় করেও 'কল্কি ২৮৯৮ এডি' থেকে বাদ পড়ল দীপিকার নাম বেঞ্জেমার নক আউট পাঞ্চে ধরাশায়ী আল নাসের! চৌত্রিশের বিশ্বকাপ ‘গগনচুম্বী’ স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা সৌদি আরবের গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৯০ ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে নিহত ৬৪ নির্বাচন না-ও হতে পারে, কিন্তু জুলাই সনদ সবার আগে হতে হবে: জামায়াত নেতা তাহের ফেস প্যাক মাখারও উপযুক্ত সময় কখন জানেনিন

১৩ ছক্কার তাণ্ডবে ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরি

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:০১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:০১:৫৫ অপরাহ্ন
১৩ ছক্কার তাণ্ডবে ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরি
বাউন্ডারি স্রেফ দুটি, কিন্তু ছক্কা ১৩টি। মেজর লিগ ক্রিকেটে আপন রূপে আবির্ভুত হলেন ম্যাক্সওয়েল। ওয়াশিংটন ফ্রিডমের হয়ে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে উপহার দিলেন ৪৯ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস।

টি-টোয়েন্টি ক্রিকেটে তার অষ্টম সেঞ্চুরি এটি। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। বিশ্বরেকর্ডে তার ওপরে এখন কেবল চারজন – ক্রিস গেইল (২২), বাবর আজম (১১), রাইলি রুশো (৯) ও ভিরাট কোহলি (৯)।

এই টুর্নামেন্টের আগে বেশ বাজে ফর্মে ছিলেন ম্যাক্সওয়েল। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল সাত ম্যাচ খেলে মোট ৪৮ রান করেন স্রেফ ৮ গড়ে। এর মধ্যে এক ম্যাচে ছিল ৩০ রান, বাকি কোনো ম্যাচে দু অঙ্ক ছুঁতে পারেননি। পরে তো চোটের কারণে ছিটকেই পড়েন টুর্নামেন্ট থেকে।

মেজর লিগ ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচে আউট হন ৫ রানে। পরের ম্যাচে ২০ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়ে ফর্মে ফেরার আভাস দেন। অবশেষে এই ম্যাচে ফিরলেন সেরা চেহারায়।

ওকল্যান্ডে বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়াশিংটন এক পর্যায়ে বেশ বিপাকে ছিল। ওপেনিংয়ে মিচেল ওয়েন যদিও ১১ বলে ৩২ রানের বিধ্বংসী ক্যামিও খেলেন। তার পরও রাচিন রাভিন্দ্রা, আন্দ্রিয়েস হাউস ও জ্যাক এডওয়ার্ডসের ব্যর্থতায় দলের রান অষ্টম ওভারে ছিল ৪ উইকেটে ৬৮।

অধিনায়ক ম্যাক্সওয়েল ক্রিজে যান তখন। একটু পর বিদায় নেন মার্ক চ্যাপম্যানও। রানের গতিও থমকে যায় অনেকটা।

১৩ ওভার শেষে ওয়াশিংটনের রান ছিল ৫ উইকেটে ৯৮।

পরের ওভারেই খোলস ছেড়ে বের হন ম্যাক্সওয়েল। টানা তিনটি ছক্কা মারেন স্বদেশী লেগ স্পিনার তানভির স্যাঙ্ঘাকে। সেই শুরু, আর থামান নাম নেই। কর্নে ড্রাইকে মারেন দুটি ছক্কা, সুনিল নারাইনের ওভারে তিনটি।

ফিফটি স্পর্শ করেন তিনি ২৯ বলে। এরপরও ঝড় চলতে থাকে। টানা দুটি ছক্কা মারেন শ্যাডলি ফন স্কালভিকের বলে।

ততক্ষণে তার ছক্কা ১০টি, চার নেই একটিও। অবশেষে ১৯তম ওভারে দুটি চার মারেন আন্দ্রে রাসেলকে।

শেষ ওভার শুরুর সময় তার রান ছিল ৮৭। জেসন হোল্ডারকে টানা দুটি ছক্কায় শতরানের কাছে পৌঁছে যান তিনি। এরপর সিঙ্গল নিয়ে তিন অঙ্কে পা রাখেন ৪৮ বলে।

ওভারের শেষ বলে আবার স্ট্রাইক পেয়ে ইনিংস শেষ করেন বিশাল ছক্কায়।

শেষ সাত ওভারে ১১০ রান তুলে ওয়াশিংটন ফ্রিডম থামে ২০ ওভারে ২০৮ রানে।

৫ উইকেটের পর আর কোনো উইকেট হারায়নি ওয়াশিংটন। ষষ্ঠ উইকেট জুটির পরিসংখ্যান অবিশ্বাস্য। ৫২ বলে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে অবাস পিনারের অবদান ১৫ বলে ১৪, ম্যাক্সয়েলের ৩৭ বলে ৯৭!

রান তাড়ায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি লস অ্যাঞ্জেলস। প্রথম তিন ব্যাটসম্যান সুনিল নারাইন, অ্যালেক্স হেলস ও উন্মুক্ত চাঁদ রানই করতে পারেননি। টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে চতুর্থবার প্রথম তিন ব্যাটসম্যানই শূন্য রানে আউট হলেন।

এরপর ৩১ বলে ৩২ রান করেন সাইফ বাদার, ১৬ বলে ২৩ অধিনায়ক হোল্ডার। ৯৫ রানে গুটিয়ে গিয়ে লস অ্যাঞ্জেলস ম্যাচ হেরে যায় ১১৩ রানে।

ওয়াশিংটনের মিচেল ওয়েল ও জ্যাক এডওয়ার্ডস শিকার করেন তিনটি করে উইকেট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত