আজ ১৭ জুন, মঙ্গলবার ২০২৫ ইং তারিখে পবিত্র ঈদুল আযহা পালন শেষে কর্ম ফেরত ও সাধারন মানুষের নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে ও সর্বসাধারণকে আইন মেনে চলার আহবান জানিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে বিকেল ৪:৩০ মিনিটে রাজশাহী মহানগরীর ভদ্রা বাসষ্ট্যান্ড মোড়ে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন নিসচা, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ—সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য— সবুজ আলী, সদস্য— আজমেরি পাঁপিয়া,তমা, আফ্রিদি,রাকা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন নিসচা, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ—সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য— সবুজ আলী, সদস্য— আজমেরি পাঁপিয়া,তমা, আফ্রিদি,রাকা প্রমুখ।